• অপরাধ ও দুর্নীতি

বিমানবন্দরে ২ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ

  • অপরাধ ও দুর্নীতি
  • ০১ মে, ২০২১ ১২:১০:০১

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানব্দরে ২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৩ কেজি ২৪৮ গ্রাম স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-৫০৪৬ ফ্লাইটে ঢাকায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ২টায় আগত উড়োজাহাজ থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। পরবর্তীতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) ইফতেখার আলম ভূঁইয়া শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ৩টায় এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজি-৫০৪৬ ফ্লাইটটি তল্লাশী করে বিমানের একটি সিটের নিচে অভিনব উপায়ে  লুকানো ২৮ টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৩.২৪৮ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা। 

জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও এ বিষয়ে একটি ফৌজদারী মামলা করা হবে বলেও জানান এডি ইফতেখার। 

মন্তব্য ( ০)





  • company_logo