ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিজ মালিকানাধীন ভবন জোরপূর্বক দখল করে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ভবন মালিক বদিউল আলম।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সাতকানিয়া কেরানীহাট এলাকার আল আকসা রেস্টুরেন্টে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বদিউল আলম জানান, সাতকানিয়া উপজেলার জনার কেওচিয়া এলাকায় তার খরিদা জমির ওপর নিজ অর্থায়নে নির্মিত “হাবিয়া খাতুন কমপ্লেক্স” নামের ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত অংশ ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত ১০ বছরের জন্য ভাড়া দেওয়া হয় ওচমান আলী, শহীদুল ইসলাম বাবর ও আজিজুল হকের কাছে। চুক্তির মেয়াদ শেষ হলেও ভাড়াটিয়ারা ভবনটি খালি করে বুঝিয়ে দিচ্ছেন না।
তিনি আরও বলেন, মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই লিখিত নোটিশ প্রদান করা হলেও অভিযুক্তরা নানা অজুহাতে ভবন ছাড়ছেন না; বরং জোরপূর্বক দখল বজায় রেখে ভয়ভীতি প্রদর্শন করছেন।
বদিউল আলমের অভিযোগ, গত ২ জানুয়ারি ভবন খালি করার বিষয়ে আলোচনা করতে গেলে তার সন্তানদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মব সৃষ্টির মিথ্যা অভিযোগ এনে বাংলাদেশ সেনাবাহিনীর সাতকানিয়া ক্যাম্পে অভিযোগ দেওয়া হয়। পরে তদন্তে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অভিযুক্তরা অতীতে জাল-জালিয়াতির মাধ্যমে তার জমি ও ভবনের নামে ভুয়া খতিয়ান সৃষ্টি করেছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি সাতকানিয়া ভূমি অফিসে মামলা করে খতিয়ান পুনরুদ্ধার করেন। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক জালিয়াতির মামলা চলমান রয়েছে। এর মধ্যে ১৯ জনের স্বাক্ষর জালিয়াতির মামলায় আজিজুল হককে সাতকানিয়া আদালত আটকপূর্বক জেলহাজতে প্রেরণ করেন। এছাড়া চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নম্বর ৩৯৬/২০২৪ ইং বিচারাধীন রয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ২৮ জানুয়ারি তাকে ও তার সন্তানদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অভিযুক্তরা একটি বানোয়াট সংবাদ সম্মেলন করেন। সেখানে ভবনের সামনে ইট ও বালি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে এসব ইট ও বালি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের জন্য আনা হয়েছিল।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বদিউল আলম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তার ভবনটি খালি করে বুঝিয়ে দেওয়ার দাবি জানান এবং অভিযুক্তদের বানোয়াট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়...
রংপুর ব্যুরো : বাংলাদেশে দুর্নীতি রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে বল...
পাবনা প্রতিনিধি : আচরণবিধি ভঙ্গ সহ নির্বাচনী অনিয়মের নানা অভিযোগে ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে প্রেসক্লাব ও কর্মর...
ময়মনসিংহ প্রতিনিধি : ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন), বাংলাদেশ পুলি...

মন্তব্য (০)