• সমগ্র বাংলা

শিক্ষা-চিকিৎসা-কৃষিতে দুর্নীতি বন্ধ হলেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব: রেজাউল করিম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : বাংলাদেশে দুর্নীতি রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা জয়ী হলে দেশে আর কোনো দুর্নীতি থাকবে না। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও প্রশাসনসহ রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি বন্ধ হলেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে।

বৃহস্পতিবার(২৯ জানুয়ারী)বিকেলে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশে রংপুর মহানগর ও জেলার বিভিন্ন থানা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মুফতি রেজাউল করিম বলেন, “আজ দেশের মানুষ দুর্নীতিতে অতিষ্ঠ। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে চাকরি, চিকিৎসা, কৃষি সহায়তা-সবখানেই ঘুষ ও অনিয়ম। এই দুর্নীতিবাজ রাষ্ট্রব্যবস্থা দিয়ে কখনোই জনগণের কল্যাণ সম্ভব নয়। ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে আল্লাহর আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, যেখানে দুর্নীতির কোনো জায়গা থাকবে না।”

তিনি আরও বলেন, “দেশের অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করে, আর ইসলামী আন্দোলন নির্বাচন করে দেশ ও জাতিকে দুর্নীতিমুক্ত করার জন্য। আমরা ক্ষমতার লোভে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি।”

জামায়াত প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির বলেন,“জামায়াত তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে। শরীয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রশ্নে তারা আপস করেছে। ফলে ইসলামী আন্দোলনই একমাত্র রাজনৈতিক দল, যারা আপসহীনভাবে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনার অঙ্গীকার নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।”

তিনি বলেন, ইসলামী শাসনব্যবস্থায় শাসক ও জনগণ সবাই আইনের আওতায় থাকবে।কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না।“যখন শাসক আল্লাহকে ভয় করবে, তখন রাষ্ট্রে দুর্নীতি, লুটপাট ও অবিচার থাকবে না।”

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু।তিনি বলেন,“দেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে।এবার ইসলামী আন্দোলনের প্রার্থীদের নির্বাচিত করে জনগণ একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ দিতে চায়।”

রংপুর মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়ালসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে শিক্ষা হবে নৈতিকতাভিত্তিক, চিকিৎসা হবে সাশ্রয়ী ও মানবিক, কৃষক পাবে ন্যায্য মূল্য এবং প্রশাসনে প্রতিষ্ঠিত হবে জবাবদিহিতা।সমাবেশ শেষে নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

গোপালপুর ধানের শীষ প্রতীকের এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা অ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়...

image

পাবনা ৫ আসনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন জামায়াত প্রার্থ...

পাবনা প্রতিনিধি : আচরণবিধি ভঙ্গ সহ নির্বাচনী অনিয়মের নানা অভিযোগে ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের ...

image

টেকনাফ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শাহজাহান চৌধুরীর মতবি...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে প্রেসক্লাব ও কর্মর...

image

এপিবিএনের অভিযানে ১৩০টি হারানো মোবাইল, নগদ অর্থ ও হ্যাক হ...

ময়মনসিংহ প্রতিনিধি : ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন), বাংলাদেশ পুলি...

image

দিনাজপুরে বিজিবি'র ত্রয়োদশ নির্বাচনে নিরাপত্তায় প্রস্তুতি...

দিনাজপুর প্রতিনিধি : সীমান্ত অপরাধ দমন এবং সীমান্ত নিরাপত্তা...

  • company_logo