• সমগ্র বাংলা

‎রড ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২, ট্রাক ও রড উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রড ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ তাদের গ্রপ্তার করে। শুক্রবার ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা সদর উপজেলার চানমারি গ্রামের আবুল কালাম ওরফে কালাম বাবুর্চির ছেলে মোঃ জুয়েল (৩০) এবং জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ডিগ্রির চর গ্রামের মোঃ ওয়াজেদ আলী (৪০)। তার পিতার নাম সিরাজুল ইসলাম।

‎মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২১ তারিখ ভোর সাড়ে ৬ টায় মির্জাপুর উপজেলার কদিমধল্যা যাত্রীছাউনির দক্ষিণ দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপর রড ভর্তি একটি ট্রাক থামিয়ে ড্রাইভার ও হেলপারকে জোর করে নামিয়ে একটি প্রাইভেটকারে তুলে হাত-পা ও চোখ বেধে ফেলে ডাকাত দল। এরপর তারা মালামাল সহ ট্রাক নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। যাওয়ার সময় ড্রাইভার ও হেলপারকে গাজীপুরের কাশিমপুর থানার বাঘবাড়ি এলাকায় হাত-পা ও চোখ বাধা অবস্থায় ফেলে রেখে চলে যায়। ২২ তারিখ রড সিমেন্ট ব্যাবসায়ী মাহফিজুল হামিদ বাদি হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাত নামা ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

‎এরপর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। ২৩ তারিখ সকাল ৮ টার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে জুয়েল এবং ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাভার উপজেলার জাদুরচর এলাকা থেকে ডাকাতি করা ট্রাকটি উদ্ধার করা হয়। একই দিনে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর বাজারে শাহিন মিয়ার দোকান থেকে ডাকাতি কৃত ১৪ টন রড উদ্ধার করে পুলিশ। গ্রপ্তারকৃতদের জিজ্ঞাসা বাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে আদালতে এবং উক্ত ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে বিএনপি- জামায়াত সংঘর্ষ -আহত ১৫

লালমনিরহাট  প্রতিনিধি : নির্বাচনী প্রচার প্রচারনাকে কেন...

image

নির্বাচনী কার্যক্রমে শিশু ব্যবহার বন্ধের দাবিতে স্বার‌‌‌ক...

নীলফামারী প্রতিনিধি : নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন রাজনৈতিক ...

image

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতার কার্যালয়ে হামলা, গুলি...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির সহযোগী স...

image

দোহারে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, প্রার্থীর এজেন্টকে অর্থ...

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহার নির্বা...

image

পাবনায় মোটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও ভুটভুটির মুখো...

  • company_logo