• সমগ্র বাংলা

পাবনায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারনায় বাধা, প্রার্থীর ছেলেকে মারপিটের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করাসহ তাঁর বড় ছেলেকে মারপিট করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (২৪ জানুয়ারী) বিকেল ৪টার দিকে উপজেলার ফৈলজানা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মারপিটে আহত স্বতন্ত্র প্রার্থীর বড় ছেলে শাফিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর বড় ছেলে কেএম মানোয়ারুল ইসলাম শাফি কর্মী-সমর্থকদের নিয়ে শনিবার বিকেলে ফৈলজানা বাজার এলাকায় ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় এলাকার ইউপি সদস্য, ফৈলজানা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে হামলা ও ভাঙ্চুর মামলার আসামি লোকমান হোসেন ও যুবদল নেতা মামুনের নেতৃত্বে ২০/২৫ জন ব্যক্তি তাদের প্রচারণা ও লিফলেট বিতরণে বাধা দেন। তিনি প্রচারে বাধা দিয়ে বলেন, ধানের শীষ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর কোন প্রচারণা চলবেনা। এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর ছেলেকে মারপিট করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন তারা। খবর পেয়ে শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আঃ খালেক পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং পরিবেশ শান্ত করেন।

স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার ও পুলিশকে জানানো হয়েছে। 

ঘটনার বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন বলেন, বিকেলে স্বতন্ত্র প্রার্থীর ছেলে আমাদের এলাকায় এসে বিএনপির স্থানীয় প্রার্থী দাবী করে প্রচার প্রচারণা করতে থাকেন। এসময় এলাকার কিছু বিএনপির কর্মী সমর্থকরা তাদের এমন কথা বলে প্রচারণা চালাতে নিষেধ করেন। এক পর্যায়ে কথা কাটাকাটির সময় সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এছাড়া তেমন কিছু হয়নি।

ঘটনার বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ঘটনার বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, মৌখিকভাবে বিষয়টি আমাকে জানানো হয়েছে। লিখিত দেবে বলে জানিয়েছেন। লিখিত পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে প্রতিবন্ধী শিশুর রহস্যজনক মৃত্যু, সৎ মায়ের বিরু...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আরিয়ান (৭) নামে এক শারীরিক ও ...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

নীলফামারী প্রতিনিধি : পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা ম...

image

বগুড়ায় ধানের শীষের প্রচারণায় ভোটারদের দ্বারে শহর যুবদল ন...

বগুড়া প্রতিনিধি : বগুড়া-৬ সদর আসনে শহর যুবদলের উদ্যোগে ধানের শীষে ভোট প...

image

মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে ভালোবাসে: আফরোজা খানম রিতা

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাধারণ মানুষের হৃদয়ে ধানের শীষে...

image

ইতিহাস করবেন ১২৯ বন্দি

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে পো...

  • company_logo