• সমগ্র বাংলা

কালীগঞ্জে হোটেলে তুচ্ছ বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর, নারীসহ তিনজন গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় একটি হোটেলের ভেতরে সামান্য বিষয় নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা প্রাণঘাতী রূপ নিয়েছে। মারধরের ঘটনায় লিটন ঘোষ ওরফে কালী (৬০) নামে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বালীগাঁও এলাকার বৈশাখী হোটেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

নিহত লিটন ঘোষ কালী কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চান্দাইয়া ঘোষপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত নির্মল ঘোষের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন একে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালীগাঁও গ্রামের স্বপন মিয়া (৫৫), তাঁর স্ত্রী মাজেদা বেগম (৪৪) ও ছেলে মাসুম মিয়া (২৮)।

ওসি জানান, হোটেলে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা লিটন ঘোষ কালীর ওপর কিল-ঘুষি ও ধারালো নির্মাণ সরঞ্জাম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে।

হোটেলটির কর্মচারী সম্রাট জানান, দুপুরে মাসুম মিয়া হোটেলে এসে এক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তার বাবা-মা ঘটনাস্থলে এসে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি শান্ত করতে মালিক লিটন ঘোষ কালী এগিয়ে গেলে তিনিও হামলার শিকার হন এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেন বলেন, রোগী হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনা-৩ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীকে ...

পাবনা প্রতিনিধি : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আসন্ন ত্রয়োদশ জাতীয়...

image

ফরিদপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়লেন হত্যা মামলার...

 ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর বিএনপি নেতা সাইফুল...

image

ফরিদপুরে স্ত্রীর অন্তরঙ্গ ছবি–ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজের সাবেক স্ত্রীর অন্ত...

image

লিচু সংরক্ষণ এবং নিদিষ্ট বাজার না থাকা লিচুর প্রতি অবিচার...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে লিচু সংরক্ষণের ব্যবস্হা এবং নিদিষ্ট বাজার না থ...

image

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১ লক্ষ জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের...

  • company_logo