• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই শহীদদের স্মরণ রাখতে গণভোটে ‘হ্যাঁ’ দিন: উপদেষ্টা আদিলুর রহমান ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অগ্নিঝরা জুলাইয়ের ৩৬টি দিনে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই সব শহীদদের স্মরণ রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ দিন।

‎তিনি বলেন, শহীদদের কথা মনে রেখে পরিবারের সদস্যদের নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। যে জুলাই নতুন বাংলাদেশের সূচনা করেছে, সেই বাংলাদেশকে পরিবর্তন করতে গণভোট হবে।

‎বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর জেলা স্টেডিয়ামে ‘ভোটের গাড়ি’ ক্যারাভ্যান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে যে গণভোট অনুষ্ঠিত হবে, তাতে ‘হ্যাঁ’ দিয়ে বাংলাদেশকে বদলে দিতে হবে। এর মধ্যে দিয়ে শত বছরের বাংলাদেশ তৈরির পথ সৃষ্টি হবে। গত ১৬ বছর বাংলাদেশ একটি ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে গেছে। দেশের মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। ২৪ এর গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্র-জনতা অনেকে অত্যাচার-নিপীড়নের শিকার হয়েছেন।

‎তিনি বলেন, সকল জুলুম উপেক্ষা করে আবাবিল পাখির মতো জুলাই মাসে ছাত্ররা রাস্তায় নেমে আসে। সারা দেশের শ্রমজীবী, ভাই-বোনেরা ফ্যাসিবাদের বিরুদ্ধে নেমে আসে রাজপথে। তখন কিন্তু দেশের পরিবর্তন হয়েছে। ৩৬ জুলাইয়ের ঘটনা বাংলাদেশ বদলে দিয়েছে। আর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর অংশগ্রহণে জুলাই সনদ হয়েছে। জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতে এই গণভোট।

‎তিনি আরও বলেন, গত ১৬ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। দেশে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ বন্দি ছিল কারাগারে। এই অবস্থা যেন আর না হয়। দেশে যেন আর কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়। যেন রাজনৈতিক কর্মী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা নিপীড়নের শিকার না হয়। সেই জন্যই সবার প্রতি আহ্বান জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে শত বছরের বাংলাদেশ তৈরির পথ করুন।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা প্রমুখ।

মন্তব্য (০)





image

উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাত...

image

‎রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত কার্যকর আর্থিক ব্যবস্থা ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হা...

image

পোস্টাল ব্যালটে অনিয়ম করলে এনআইডি ব্লকসহ ফৌজদারি মামলা হব...

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ...

image

‎সৌদি প্রবাসীদের অবদান বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) ম...

image

৫৪ বছরের ইতিহাসে দেশকে বদলে দেওয়ার এবং জবাবদিহিমূলক রাষ্ট...

নিউজ ডেস্কঃ শুধুমাত্র একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নয়,...

  • company_logo