• লিড নিউজ
  • জাতীয়

‎রমজানে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো সংকট হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, সামনে এলপিজির আমদানি বাড়ানো হচ্ছে, যা রমজানে চাহিদা পূরণ করতে সহায়ক হবে। 

‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এলপিজি বাজার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। 

‎তবে বাস্তবে দেশের এলপিজি বাজারে গত কয়েকদিন ধরে দামের অস্বাভাবিক বৃদ্ধি ও সরবরাহ সংকট দেখা দিয়েছে। সরকার নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ মূল্যেও অনেক এলাকায় এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন ভোক্তারা।

‎এ পরিস্থিতিতে গোলটেবিল আলোচনায় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান প্রশ্ন তুলে বলেন, ১৩০০ টাকার এলপি গ্যাসের জন্য গ্রাহককে কেন আড়াই হাজার টাকা দিতে হবে? তিনি এলপিজির দাম নির্ধারণ প্রক্রিয়া আরও স্বচ্ছ করার দাবি জানান।

‎অন্যদিকে চলমান সংকটের জন্য বিইআরসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন এলপিজি আমদানিকারকরা। তাদের অভিযোগ, আমদানি বাড়াতে আগ্রহী হলেও সময়মতো সরকারি সাড়া পাওয়া যায়নি।

‎তবে এসব অভিযোগ নাকচ করে দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান বাড়তি আমদানি করেছে, তাদের কোনো বাধা দেওয়া হয়নি। তিনি আরও জানান, জানুয়ারি মাসে প্রায় ১ লাখ ৫০ হাজার টন এলপিজি দেশে আসার কথা রয়েছে। এতে করে রমজানে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

‎বিইআরসি চেয়ারম্যান বলেন, সবার সহযোগিতায় আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারবো।

মন্তব্য (০)





image

‎বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হলেন খলিলুর, তৈয়্যব ও ইস...

নিউজ ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর...

image

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে বাধা নেই

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট অনুযা...

image

শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার:...

নিউজ ডেস্কঃ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হওয়া প্রয়...

image

‎শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন দুঃসংবাদ ‎

নিউজ ডেস্কঃ গত কয়েকদিনে কনকনে ঠাণ্ডার অনুভূতি কিছুটা কমে এলে...

image

শরিফ ওসসান হাদি হত্যা: চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন ‎

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্য...

  • company_logo