• লিড নিউজ
  • জাতীয়

‎সারাদেশে শৈত্যপ্রবাহ কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সারাদেশের আজ ১৯ জেলায় আজ বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। দুই স্থানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তবে আগামী সোমবার থেকে আবারও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

‎শনিবার (১০ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর।

‎তিনি বলেন, আজ এবং আগামীকাল দেশের তাপমাত্রা বাড়তে থাকবে। তবে সোমবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। যা অব্যহত থাকবে আগামী ২০ তারিখ পর্যন্ত। আগামী দুই দিন তাপমাত্রা বাড়লেও শৈত্যপ্রবাহ কমে যাবে না একেবারে।
‎ 
‎আজ রাজশাহী ও রংপুর এই দুই বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই দুই বিভাগে জেলার সংখ্যা ১৬টি। এর পাশাপাশি যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া এই তিন জেলাতেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সব মিলিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া জেলার সংখ্যা ১৯। পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

‎গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। বৃহস্পতিবার দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

‎যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

মন্তব্য (০)





image

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারাসহ ৫১ জন, একজনের বাতিল

নিউজ ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৫১ জন রিটার্নিং কর্ম...

image

এলপি গ্যাস সংকটে পরিবহণ খাত ভয়াবহ বিপর্যয়ের মুখে

নিউজ ডেস্ক : দেশে চলমান এলপি গ্যাস সংকটে পরিবহণ খাত ভয়াবহ বি...

image

দুই আসনে নির্বাচন স্থগিত করে ইসির পরিপত্র জারি

নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমানা জটিলতার কারণে...

image

জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় মেরামত-নতুন ভবন নির্মাণকাজ চলছ...

নিউজ ডেস্কঃ জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো ম...

image

‎৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগষ...

  • company_logo