• লাইফস্টাইল

অবৈধ ফোন বন্ধে চালু হলো এনইআইআর

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : দেশে অবৈধ ও আনঅফিশিয়াল মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে আনতে ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি হ্যান্ডসেটের আইএমইআই নম্বর একটি কেন্দ্রীয় জাতীয় ডাটাবেজে সংরক্ষিত হচ্ছে। ফলে চোরাই ও অবৈধ পথে আসা মোবাইল ফোন শনাক্ত করা সহজ হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত যেসব মোবাইল ফোন নেটওয়ার্কে সক্রিয় ছিল, সেগুলোকে স্বয়ংক্রিয়ভাবে বৈধ হিসেবে নিবন্ধিত ধরা হয়েছে। ফলে ওই সময়ের আগে ব্যবহৃত আনঅফিশিয়াল ফোনগুলোও আপাতত কোনো বাধার মুখে পড়বে না।

সংশ্লিষ্টদের মতে, এনইআইআর কার্যকর হওয়ার ফলে ধাপে ধাপে অবৈধ ও অনিবন্ধিত ফোন নেটওয়ার্ক থেকে বাদ পড়বে। এর মাধ্যমে সরকার যেমন রাজস্ব ক্ষতি কমাতে পারবে, তেমনি অপরাধ ও সাইবার ঝুঁকিও হ্রাস পাবে। একই সঙ্গে দেশের মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বৈধ ডিভাইসভিত্তিক ব্যবস্থায় রূপ নেবে।

বিটিআরসি জানায়, দেশে উৎপাদিত বা বৈধভাবে আমদানি করা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত থাকবে। তবে কোনো হ্যান্ডসেট অবৈধ বা অনিবন্ধিত হিসেবে শনাক্ত হলে গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধতা প্রমাণ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ১ জানুয়ারির পর নতুন কোনো ফোন প্রথমবার নেটওয়ার্কে চালু করলে ব্যবহারকারী ৯০ দিনের সময়সীমা পাবেন। এই সময়ের মধ্যে ফোনটি ব্যবহার করা যাবে এবং প্রয়োজনে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে। বিশেষ করে প্রবাসী ও বিদেশ থেকে ফোন আনা গ্রাহকদের কথা বিবেচনা করেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসি আরও জানিয়েছে, বিদেশ থেকে আনা ফোনের জন্য বিশেষ নিবন্ধনের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট পোর্টালে গিয়ে আইএমইআই নম্বরসহ পাসপোর্ট, ভিসা, ক্রয় রশিদ বা কাস্টমস সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে। যাচাই শেষে বৈধ হলে ফোনটি নেটওয়ার্কে চালু থাকবে।

এনইআইআর চালুর ফলে মোবাইল ফোন চুরি, ক্লোনিং ও সাইবার অপরাধ প্রতিরোধ সহজ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অবৈধ হ্যান্ডসেট ব্যবহারের কারণে যে বিপুল রাজস্ব ক্ষতি হতো, তা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

গ্রাহকরা চাইলে *১৬১৬১# ডায়াল করে আইএমইআই নম্বর পাঠিয়ে সহজেই জানতে পারবেন তাদের ফোন নিবন্ধিত কি না। পাশাপাশি নতুন ফোন কেনার আগে নির্দিষ্ট নম্বরে আইএমইআই পাঠিয়ে বৈধতা যাচাই করারও সুযোগ রয়েছে।

বিটিআরসি আশা করছে, এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে দেশের মোবাইল খাতে শৃঙ্খলা ফিরবে এবং নিরাপদ ও স্বচ্ছ ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

মন্তব্য (০)





image

শীতে শিশুদের ত্বক কেন দ্রুত শুষ্ক হয়ে যায়?

নিউজ ডেস্ক : শীতকাল এলেই তাপমাত্রা কমে যায়, বাতাসে আর্দ্রতা হ্রাস পায় এব...

image

শুধু পাতিলেবু নয়, আপনার শরীরে হ্যাংওভার কাটাবে যে ৩ ফল

নিউজ ডেস্ক : অতিরিক্ত মদপান আপনার শরীরের জন্য ক্ষতিকর এবং স্বাস্থ্যের ওপ...

image

শীতকালে মাইগ্রেন থেকে রেহাই পেতে যা করবেন

নিউজ ডেস্ক : শীতকালে মাথাব্যথা অনেকেরই নিত্যসঙ্গী। কারণ শীতে মাইগ্রেনের ...

image

শীত আসতেই হাড়ে ব্যথা, যন্ত্রনা থেকে মুক্তির ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক : ষড়ঋতুর বাংলাদেশে হেমন্তকালের স্নিগ্ধতা আর প্রাচুর্যের শেষ হ...

image

জাঙ্ক ফুড থেকে হতে পারে কঠিন ব্যাধি, যা লিভার শেষ করে দিত...

নিউজ ডেস্ক : আপনার শিশু জাঙ্ক ফুড খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু তাদের জন্য ...

  • company_logo