ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম- ৩ (উলিপুর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাই শেষে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার। একই সঙ্গে কাঙ্ক্ষিত সমর্থক ভোটারের স্বাক্ষর জালের অভিযোগে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করলেও সে ব্যাপারে কোনো সিদ্ধান্তের প্রমাণ জমা দেননি। দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের উপযুক্ত প্রমাণ জমা দেওয়ার জন্য তাকে রোববার বিকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের আজ দ্বিতীয় দিন। আজ কুড়িগ্রাম-৩ (উলিপুর) ও কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে।
বগুড়া: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ওসমান হাদীর হত্যার বিচারের দাবি...
রংপুর ব্যুরোঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ (সদ...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবাস...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ১ ( বীরগঞ্জ- কাহারোল) আস...

মন্তব্য (০)