• তথ্য ও প্রযুক্তি

শীতকালে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয় কেন?

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : শীতকালে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়া একটি সাধারণ সমস্যা। অনেকেই মনে করেন, ফোনটা পুরোনো হয়ে গেছে বা ব্যাটারির সমস্যা হয়েছে, কিন্তু আসলে এটি একেবারে বৈজ্ঞানিক একটি ঘটনা। শীতের সময়ে তাপমাত্রা ১০-১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে এই সমস্যা দেখা দেয়।

বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার হয়, যা লিথিয়াম আয়নদের চলাচলের ওপর নির্ভর করে শক্তি উৎপন্ন করে। শীতকালে তাপমাত্রা কমে গেলে ব্যাটারির ভেতরের তরল ইলেকট্রোলাইট ঘন ও আঠালো হয়ে যায়, যার ফলে আয়নগুলোর চলাচল ধীর হয়ে যায় এবং ব্যাটারির রেজিস্ট্যান্স বাড়ে। এতে ব্যাটারি বেশি কাজ করে, ফলে দ্রুত চার্জ শেষ হয়ে যায়।

গবেষকরা জানিয়েছেন, শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় ব্যাটারির ক্ষমতা ৭০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

আইফোনের জন্য অ্যাপল জানিয়েছে, ঠান্ডা পরিবেশে ফোন নিজে থেকেই বন্ধ হয়ে যেতে পারে। তাদের মতে, আইফোনের আদর্শ তাপমাত্রা ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। স্যামসাংও সতর্ক করেছে যে, শীতে ফোন বেশি বিদ্যুৎ ব্যবহার করে এবং ফোনকে গরম রাখতে পকেটে রাখা উচিত।

পুরোনো ব্যাটারিতে এই সমস্যা আরও বেশি হয়। যেসব ফোনের ব্যাটারি ৫০০ বার বা তার বেশি চার্জ সাইকেল পার করেছে, সেগুলো শীতে দ্রুত চার্জ হারায়। কারণ পুরোনো ব্যাটারির রাসায়নিক গঠন ঠান্ডার প্রতি আরও সংবেদনশীল হয়ে পড়ে।

শীতকালে ঠান্ডা ফোনে চার্জ দেওয়ার বিষয়টি বিপজ্জনক হতে পারে। ঠান্ডা অবস্থায় লিথিয়াম আয়নগুলো ইলেক্ট্রোডে ঢুকতে পারে না, ফলে ধাতব লিথিয়াম জমে যায়, যা ব্যাটারির স্থায়ী ক্ষতি ঘটায় এবং চার্জ ধরার ক্ষমতা কমিয়ে দেয়। এমনকি এটি নিরাপত্তার ঝুঁকিও সৃষ্টি করতে পারে।

শীতকালে ব্যাটারি বাঁচাতে কিছু কার্যকর উপায়:

  • ফোনকে চার্জ দেওয়ার আগে ঘরের তাপমাত্রায় আনুন।
  • ফোন শরীরের কাছে, যেমন কোট বা জ্যাকেটের পকেটে রাখুন।
  • ইনসুলেটেড বা মোটা কভার ব্যবহার করুন।
  • লো-পাওয়ার মোড চালু রাখুন।
  • ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় চার্জ দেওয়া এড়িয়ে চলুন।

তবে মনে রাখতে হবে, এই সমস্যা সাময়িক। ফোন উষ্ণ হলে ব্যাটারি আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে।

সূত্র : ইন্ডিয়া টুডে

 

মন্তব্য (০)





image

হ্যাশট্যাগ ব্যবহারে ইনস্টাগ্রামের নতুন নিয়ম

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইনস্টাগ্রাম এখন থেকে পোস্ট বা রিলসে হ্যাশট্যাগ ব্...

image

হ্যাশট্যাগ ব্যবহারে ইনস্টাগ্রামের নতুন নিয়ম

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইনস্টাগ্রাম এখন থেকে পোস্ট বা রিলসে হ্যাশট্যাগ ব্...

image

যেসব কারণে হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হতে পারে

তথ্য প্রযুক্তি ডেস্ক : নির্দিষ্ট কিছু কারণে ফেসবুকের অ্যাকাউন্ট হঠাৎ বন্...

image

অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেইজ বেইট’

তথ্য প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে হঠাৎ কি আপনার মনে...

image

‎ইন্টারনেট ট্রাফিক বেড়েছে ১৯ শতাংশ, জনপ্রিয়তায় শীর্ষে গুগল

নিউজ ডেস্কঃ ইন্টারনেট সেবাদাতা ও সুরক্ষা প্রদানকারী প্রতিষ্ঠ...

  • company_logo