• সমগ্র বাংলা

উলিপুরে চরাঞ্চলে পেঁয়াজের চারা বিক্রি, হাত বদলেই বেড়ে যায় দাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চরাঞ্চলজুড়ে পেঁয়াজের চারা বিক্রির হাত বদলেই বেড়ে যায় দাম। জমিতে কৃষকেরা পেঁয়াজের চারা বিক্রি করছেন শ'প্রতি ১৯ টাকা। কিন্তু হাত বদলেই বিক্রি হচ্ছে শ'প্রতি ২৫ থেকে ৩০ টাকায়।

‎সরেজমিনে উপজেলার তিস্তা নদীবেষ্টিত বিভিন্ন চরাঞ্চলে গিয়ে দেখা যায়, পেঁয়াজের চারা বিক্রির ধুম পড়েছে। জমিতে পেঁয়াজ চাষিরা স্থানীয় পাইকারের নিকট শ'প্রতি ১৯ টাকা দরে পেঁয়াজের চারা বিক্রি করছেন। স্থানীয় পাইকার তা ক্রয় করে উপজেলার বিভিন্ন এলাকার পাইকারের নিকট বিক্রি করছেন ২৫ থেকে ৩০ টাকা দরে। চরাঞ্চলের পেঁয়াজ চাষিরা পেঁয়াজের চারা বিক্রি করে খরচের দ্বিগুন আয় করছেন।
চর জুয়ান সতরা এলাকার পেঁয়াজ চাষি আব্দুস ছামাদ জানান, প্রায় ১০শতক জমিতে পেঁয়াজের চারা চাষ করেছেন। এখানে খরচ হয়েছে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। পেঁয়াজের চারা অনেক ভালো হয়েছে। জমিতেই স্থানীয় পাইকারের নিকট শ'প্রতি ১৯ টাকা বিক্রি করে এ পর্যন্ত আয় হয়েছে ১০ হাজার টাকা। আরও আয়ের আশা করছেন ৩০ হাজার টাকা। এবারে পেঁয়াজের চারার এত চাহিদা ও বাজার দর রয়েছে পূর্বে তা কখনো হয়নি। খরচের দ্বিগুন লাভ হবে বলে জানান তিনি।

‎স্থানীয় পাইকার কালাম মিয়া জানান, চরাঞ্চলে পেঁয়াজের চাষ অনেক ভালো হয়ে থাকে। এবারে পেঁয়াজের চারার চাহিদা থাকায় কৃষকদের নিকট থেকে জমিতে পেঁয়াজের চারা শ'প্রতি ১৯ টাকা দরে ক্রয় করে উপজেলার বিভিন্ন এলাকার পাইকারের নিকট ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি করে দিচ্ছি। পেঁয়াজের চারার চাহিদা থাকায় চরাঞ্চলের চাষিরা অনেক লাভবান হবেন।

‎পান্ডুল ইউনিয়নের চন্ডিজান এলাকার পাইকার আক্কাস আলী জানান, তিস্তার চরাঞ্চলের স্থানীয় পাইকারের নিকট শ'প্রতি ২৫ টাকা দরে পেঁয়াজের চারা ক্রয় করেন। এসব চারা উপজেলার বাহিরে বিভিন্ন বাজারে পাইকারের নিকট শ'প্রতি ৩০ টাকা দরে বিক্রি করবেন।

‎এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, তিস্তার চরাঞ্চল পেঁয়াজ চাষের জন্য উপযোগী। চরাঞ্চলে অনেক কৃষক পেঁয়াজের চাষ করে থাকেন। এছাড়া এবারে বন্যার পানি এসে উঁচু নিচু চর গুলোতে পলি পড়ে পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের ফসলাদি চাষাবাদ করার উপযোগী হয়ে উঠেছে। পেঁয়াজের চারার চাহিদা থাকায় পেঁয়াজ চাষিরা লাভবান হবেন বলে জানান তিনি

মন্তব্য (০)





  • company_logo