স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলে খেলা মানেই কোটিপতি হয়ে যাওয়া। এই সময়ের সব ক্রিকেটারেরই স্বপ্ন আইপিএল খেলা।
আইপিএল ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও পুরো ক্রিকেট বিশ্বেরই নজর থাকে এই টুর্নামেন্টের ওপর। বিশেষ নজর থাকে আইপিএলের নিলামেও।
গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবির ইত্তিহাদ অ্যারেনায় বসেছিল নিলাম। সেখান থেকে ২০২৬ আইপিএলে শিরোপা জয়ের ছক কষেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
নিলামে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকেও দলে ভিড়িয়েছে কলকাতা। আইপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ৯ কোটি ২০ লা রুপিতে ফিজকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল।
কলকাতা নাইট রাইডার্স: বিদেশি- মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), ক্যামেরুন গ্রিন (অস্ট্রেলিয়া), ফিন অ্যালেন (নিউজিল্যান্ড), মাথিশা পাথিরানা (শ্রীলঙ্কা), টিম সেইফার্ট (নিউজিল্যান্ড), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)।
দেশি-আকাশ দ্বীপ, কার্তিক তিয়াগি, রাহুল ত্রিপাঠি, তেজাসভী সিং, প্রশান্ত সোলাঙ্কি, সারথাক রঞ্জন, ডাকশ কামড়া।
রিটেইন (দেশি) : রিংকু সিং, বরুণ চক্রবর্তী, হার্শিত রানা, আজিঙ্কা রাহানে, উমরান মালিক, রামানদীপ সিং, অঙ্ক্রিশ রঘুবংশী, বৈভব অরোরা, মনীশ পন্ডে, অনুকূল রায়।
রিটেইন (বিদেশি) : সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ) ও রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)।
চেন্নাই সুপারকিংসের স্কোয়াড
নিলাম থেকে বিদেশি : আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ), ম্যাথিউ শর্ট (অস্ট্রেলিয়া), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড),জ্যাক ফ্লকস (অস্ট্রেলিয়া)।
নিলাম থেকে দেশি : রাহুল চাহার, সরফরাজ খান, কার্তিক শর্মা, প্রাসান্ত ভীর, আমান খান।
রিটেইন (দেশি) : ঋতুরাজ গাইকোয়াড়, শিভাম দুবে, খালেদ আহমেদ, এম এস ধোনি, অংশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, আয়ুষ মহাত্রে, রামকৃষ্ণ ঘোষ, উরভিল প্যাটেল, মুকেশ চৌধুরী, শ্রেয়াস গোপাল।
রিটেইন (বিদেশি) : নুর আহমেদ (আফগানিস্তান), ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), নাথান এলিস (অস্ট্রেলিয়া), জেমি ওভারটন (ইংল্যান্ড)।
ট্রেডিং : সন্জু স্যামসন।
দিল্লি ক্যাপিটালসের স্কোয়াড
নিলাম থেকে বিদেশি : ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), বেন ডাকেট (ইংল্যান্ড),পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা),লুঙ্গি এনগিদি (দক্ষিণ আফ্রিকা), কেইল জেমিসন (নিউজিল্যান্ড)।
নিলাম থেকে দেশি : আকিব দার সাহিল পারাক্ষ।
রিটেইন (দেশি) : অক্ষর প্যাটেল, কে এল রাহুল, কুলদীপ যাদব, থানগারাশু নটরাজন, মুকেশ কুমার, অভিষেক পোরেল, আশুতোষ শর্মা, সামির রিজভি, বিপ্রজ নিগম, করুণ নায়ার, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয়, অজয় মন্ডল।
রিটেইন (বিদেশি) : মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রিস্টান স্টাবস (দক্ষিণ আফ্রিকা), দুশমন্ত চামিরা (শ্রীলঙ্কা)।
ট্রেডিং : নিতিশ রানা।
গুজরাট টাইটান্সের স্কোয়াড
নিলাম থেকে বিদেশি : জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), টম বেনটন (ইংল্যান্ড),লুক উড (ইংল্যান্ড)।
নিলাম থেকে দেশি : আশোক শর্মা ও পৃথভু রাজ।
রিটেইন (দেশি) : শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, সাই সুদর্শন, মোহাম্মদ শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, ইশান্ত শর্মা, নিশান্ত সিন্ধু, জয়ন্ত যাদব, আরশাদ খান, গুরনূর ব্রার, সাই কিশোর, কুমার কুশাগ্র, মানব সুথার, অনুজ রাওয়াত।
রিটেইন (বিদেশি) : রশিদ খান (আফগানিস্তান), জস বাটলার (ইংল্যান্ড), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের স্কোয়াড
নিলাম থেকে বিদেশি : ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা),আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)।
নিলাম থেকে দেশি : মুকুল চৌধুরী, নামান তিওয়ারী, অক্ষত রঘুবংশী।
রিটেইন (দেশি) : রিশাভ পন্থ, মায়াঙ্ক যাদব, আভিষ খান, আবদুল সামাদ, আয়ুষ বাধোনি, মোহসিন খান, শাহবাজ আহমেদ, মানিমারান সিদ্ধার্থ, দিগ্বেশ রাঠি, আরশিন কুলকার্নি, প্রিন্স যাদব, অর্জুন টেন্ডুলকার, হিম্মত সিং, আকাশ সিং।
রিটেইন (বিদেশি) : নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), ম্যাথিউ ব্রিটজকে (দক্ষিণ আফ্রিকা)।
ট্রেডিং : মোহাম্মদ শামি।
মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াড
নিলাম থেকে বিদেশি : কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)।
নিলাম থেকে দেশি : দানিশ মালিওয়ার, মোহাম্মদ ইজহার, আথারাব আনকোলেকার, মায়াঙ্ক রাওয়াত।
রিটেইন (দেশি) : রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, দীপক চাহার, নামন ধীর, রবিন মিনজ, রাজ বাওয়া, অশ্বনি কুমার, রঘু শর্মা।
রিটেইন (বিদেশি) : ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), উইল জ্যাকস (ইংল্যান্ড), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), এ এম গাজানফার (আফগানিস্তান), রায়ান রিকেল্টন (দক্ষিণ আফ্রিকা), করবিন বশ (দক্ষিন আফ্রিকা)।
ট্রেডিং : শার্দুল ঠাকুর, মায়াঙ্ক মারকান্ডে, শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)।
পাঞ্জাব কিংসের স্কোয়াড
নিলাম থেকে বিদেশি : কোপার কনোলি (অস্ট্রেলিয়া), বেন ডোয়ারশুইস (অস্ট্রেলিয়া)।
নিলাম থেকে বদেশি : প্রাভিন দুবে, ভিশাল নিশাদ।
রিটেইন (দেশি) : শ্রেয়াস আইয়ার, আর্শদীপ সিং, যুবেন্দ্র চাহাল, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, বিজয়কুমার বৈশাক, যশ ঠাকুর, হারপ্রীত ব্রার, বিষ্ণু বিনোদ, সূর্যাংশ শেডগে, পায়লা অবিনাশ, মুশীর খান, হারনূর সিং।
রিটেইন (বিদেশি) : মার্কাস স্টইনিস (অস্ট্রেলিয়া), মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা), লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), আজমতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান), মিচেল ওয়েন (অস্ট্রেলিয়া), জেভিয়ার বার্টলেট (অস্ট্রেলিয়া)।
রাজস্থান রয়্যালসের স্কোয়াড
নিলাম থেকে বিদেশি : অ্যাডাম মিলনে (নিউজিল্যান্ড)।
নিলাম থেকে দেশি : রবি বিষ্ণোই, সুশান্ত মিশরা, ইয়াস রাজ পুনজা, ভিগনেষ পুথুর, রাভি সিং, আমাদ রাও, ব্রিজেশ শর্মা, কুলদীপ সেন।
রিটেইন (দেশি) : যশস্বী জয়সওয়াল, শিভাম দুবে, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপাণ্ডে, বৈভব সূর্যবংশী, যুধবীর সিং, সন্দীপ শর্মা।
রিটেইন (বিদেশি) : জোফরা আর্চার (দক্ষিণ আফ্রিকা), শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ), নান্দ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা), কুয়েনা মাফাকা (দক্ষিণ আফ্রিকা)।
ট্রেডিং : স্যাম কারান (ইংল্যান্ড), ডোনোভান ফেরেইরা (দক্ষিণ আফ্রিকা)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোয়াড
নিলাম থেকে বিদেশি : জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড), জর্ডান কক্স (ইংল্যান্ড)।
নিলাম থেকে দেশি : ভেঙ্কটেশ আইয়ার, সাত্বিক দেশাল, মঙ্গেশ যাদব, ভিকি ওসতাওয়াল, ভিহান মালহোথরা, কানিশক চৌহান।
রিটেইন (দেশি) : বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, রজত পাতিদার, জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, রাশিখ সালাম, যশ দয়াল, দেবদূত পাডিক্কাল, স্বপ্নীল সিং, অভিনন্দন সিং, সুয়াশ শর্মা।
রিটেইন (বিদেশি) : জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), ফিল সল্ট (ইংল্যান্ড), টিম ডেভিড (অস্ট্রেলিয়া), জ্যাকব বেথেল (ইংল্যান্ড), নুয়ান থুশারা (শ্রীলঙ্কা), রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ)।
সানরাইজার্স হায়দরাবাদের স্কোয়াড
নিলাম থেকে বিদেশি : লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড),জস ইংলিশ (অস্ট্রেলিয়া),জ্যাক এডওয়ার্ডস (অস্ট্রেলিয়া)।
নিলাম থেকে দেশি : শিভাং কুমার, সালির আরোরা, সাকিব হুসাইন, অঙ্কার তারমাল, অমিত কুমার, প্রাফুল হিঞ্জ, ক্রাইন্স ফুলেটরা, শিভাম মাভি।
রিটেইন (দেশি) : অভিষেক শর্মা, ইশান কিশান, নিতিশ কুমার রেড্ডি, জয়দেব উনাদকাট, হার্শাল প্যাটেল, জিশান আনসারি, শিবাং কুমার, অনিকেত ভার্মা, রবিচন্দ্রন স্মরণ, হর্ষ দুবে।
রিটেইন (বিদেশি) : হেনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ইশান মালিঙ্গা (শ্রীলঙ্কা), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ব্রাইডন কার্স (ইংল্যান্ড)
মন্তব্য (০)