ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ সংলগ্ন দশমীপড়ার লিটনের হোটেলের পেছনের ডোবা (পরিত্যাক্ত পুকুর) থেকে কামাল উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ । তবে এই মৃত্যু রহস্য নিয়ে স্থানীয়দের মাঝে নানান গুঞ্জন উঠেছে।
জানা গেছে, নিহত ব্যক্তি দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের বদনপুর গ্রামের মৃত বিশারত আলীর ছেলে কামাল উদ্দিন(৭৫)।
বুধবার (১৭ ডিসেম্বর) অজ্ঞাত ব্যক্তির লাশের সংবাদ পেয়ে দুপর ১ টায় দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের সহযোগীতায় লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায় নিহত ব্যক্তির লাশ উদ্ধারের পর তার পরিচয় সনাক্ত করে পরিবারের লোকজন। সে দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসে পিয়ন পদে চাকুরী করতেন বলে জানা গেছে।
তবে পরিবারের দাবী নিহত ব্যাক্তি কামাল উদ্দিন নিখোঁজের একদিন পর বুধবার দামুড়হুদা বাজার এলাকার পরিত্যাক্ত ডোবা থেকে তার লাশ উদ্ধার হয়।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবির, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিনসহ পিবিআই ও সিআইডির সদস্যরা।
এলাকাবাসী জানান, মৃত্যুটি রহস্য জনক। এবং লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে তবে এ মৃত্যুর রহস্য উৎঘাটনে পুলিশ, পিবিআই ও সিআইডি মাঠে কাজ করছে।
তিনি আরো বলেন, লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
পাবনা প্রতিনিধি : পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলে দোক...
নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্...
জামালপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে জেলার ইসলামপুর উপজেলায় বিএনপির উদ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খাঁনহাট এলাকায় ইসলামী ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা সরদার...

মন্তব্য (০)