ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জানি এটা আপনার প্রিয় সবজি হতে পারে না। আর সে কারণে হয়তো বাজার থেকে কিনেও আনেন না। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন এটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। সেদ্ধ হোক কিংবা ভাজা, শুক্তা হোক কিংবা আচার— রকমারি রেসিপিও আপনার মন কাড়তে পারে না। অপ্রিয় সেই সবজিটি হলো— করলা। এটি জানার সঙ্গে সঙ্গে আপনার মনেও তিতা হয়ে গেল। কিন্তু আপনি কি জানেন, এই শীতের সকালে এক কাপ চায়ের মধ্যে করলা মিশিয়ে খেলে কোন উপকার হয়? গরম চায়ে একবার চুমুক দিন। আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করবে। যদি আপনার ডায়াবেটিস থাকে, তা নিয়ন্ত্রণে আসবে।
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাকুলপ্রিত সিং বাড়ির বাগানে করলা চাষ করে খেতে পছন্দ করেন। বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান অন্তঃসত্ত্বা থাকাকালীন করলার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। সদ্যপ্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রও নাকি গুড় মাখানো করলা খেতে ভালোবাসতেন। পুষ্টিবিদ থেকে চিকিৎসকরাও করলার উপকারিতার কথা বলেন তাদের রোগীদের। বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের জন্য করলা খুবই কার্যকরী।
সম্প্রতি স্বাস্থ্যসচেতনরা অবশ্য করলার সঙ্গে অন্যান্য সবজি ও ফল মিশিয়ে স্মুদি বানিয়ে খেয়ে নেন। আপনিও আপনার প্রিয় তারকাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে করলা খেতে পারেন। খাওয়ার পাতে যদি করলা না রাখতে চান, তাহলে এমনই কোনো পানীয়ে করলা মিশিয়ে নিতে পারেন। স্মুদি বানানো যদি ঝক্কি বলে মনে হয়, তাহলে অতিসহজে করলার চা বানিয়ে পান করে নিতে পারেন। এতে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে, বিশেষ করে আপনার লিভার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে।
যেভাবে বানাবেন করলার চা?
একটি করলা গোল গোল করে কেটে কয়েক টুকরো পানিতে ফুটিয়ে নিন। এরপর সেদ্ধ করে পানি ছেঁকে নিন। এবার মধু কিংবা গুড় মিশিয়ে দিন। আপনি চাইলে সবজি হিসেবে না খেয়ে করলার পাতাও ফুটিয়ে খেতে পারেন। মাঝারি আঁচে মিনিট দশেক ধরে পানি ফুটে গেলে আগুন নিভিয়ে দিন। ৫ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিন। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিন একটি কাপে। প্রয়োজন হলে আরও একটু মধু কিংবা গুড় মিশিয়ে নিতে পারেন। গরম চায়ের মতো চুমুক দিয়ে খেয়ে নিন। আপনার লিভারকে পরিষ্কার রাখবে। রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি দৃষ্টিশক্তি উন্নত করবে তেতো এই চা।
নিউজ ডেস্ক : আঙুর পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফল। এটি শুধু স্বাদের দিক থেকে ...
নিউজ ডেস্ক : শীতের শুরুতে বা যখন আবহাওয়া শুষ্ক থাকে, অনেকের ঠোঁট ফেটে যা...
নিউজ ডেস্ক : ঘড়ি আমরা কমবেশি সবাই পছন্দ করি। একটা সময় ঘড়ি ছিল আমাদের আভি...
নিউজ ডেস্ক : ফল খাওয়ার সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে নানা মত রয়েছে। অনে...
নিউজ ডেস্ক : একজন শুক্রাণু দাতা নিজেই জানতেন না যে তার দেহে এমন একটি জিন...

মন্তব্য (০)