• রাজনীতি

হাদিকে দেখতে ঢামেকে নাহিদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইনকিবাল মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে তিনি হাসপাতালে আসেন।

এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে গুলিবিদ্ধ হন হাদি। তার সঙ্গে থাকা সহযোগীরা জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি চালায়। গুলি ছুড়ে দ্রুতই পালিয়ে যায় হামলাকারীরা। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

শুক্রবার বিকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভিড় করেন হাদির সহযোগী, ইনকিলাব মঞ্চের সদস্য ও নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চের সদস্য মো. সারোয়ার বলেন, হাদি ভাই এবং আমরা প্রতি শুক্রবার ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকায় মসজিদভিত্তিক প্রচারণা চালাই। বিজয়নগর এলাকার কয়েকটি মসজিদের তালিকা করা হয়েছিল। হাদি ভাই আমাদের তালিকা দিয়ে বলেন—তোমরা আজ এসব মসজিদে প্রচারণা চালাও, আমি আরেকটি মসজিদে যাচ্ছি, সেখানে তোমাদের আসার দরকার নেই। সকাল সাড়ে ১১টার দিকে আমাদের তার সঙ্গে এটাই শেষ কথা হয়।

মুনতাসির মাসুম নামে ইনকিলাব মঞ্চের আরেক সদস্য বলেন, হাদি ভাইয়ের শরীরে একটি গুলি লেগেছে, তার বাম দিকে গুলিটি আঘাত করেছে।

এদিকে ঘটনাস্থল সম্পর্কে জানতে চাইলে ইনকিলাব মঞ্চের সদস্য ইসরাফিল বলেন, হাদি ভাই রিকশায় ছিলেন। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এখন বিস্তারিত কিছু বলতে পারব না। হাদি ভাই চিকিৎসাধীন, আমরা শুনেছি তার অপারেশন চলছে। সবার কাছে দোয়া চাই।

 

মন্তব্য (০)





image

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর...

image

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

নিউজ ডেস্ক : পূর্বনির্ধারিত নির্বাচনি গণসংযোগে গিয়ে গুলিবিদ্...

image

নতুন করে ফ্যাসিজম কায়েম করতে চাইলে জনগণ তার জবাব দেবে: শফ...

নিউজ ডেস্ক : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শ...

image

অবিলম্বে ওসমান হাদির ওপর হামলার পূর্ণাঙ্গ তদন্তের দাবি এন...

নিউজ ডেস্ক : ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, গণঅভ্যুত্থানের পর...

image

দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন: তারেক রহমান

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ...

  • company_logo