ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে সাতকানিয়ায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামী শুদ্ধতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ কুতুব উদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা বলেন, দুর্নীতি রাষ্ট্রের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিকে ব্যাহত করে। তরুণ প্রজন্মকে নৈতিক আদর্শে গড়ে তুলতে পারলেই দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আলোচনা শেষে দুর্নীতিবিরোধী শপথ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
জামালপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন ব...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ...
বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছর...
বেনাপোল প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানম...

মন্তব্য (০)