ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও দুর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সংগীত শেষে বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
"দুর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা" এই স্লোগান কে সামনে রেখে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমন্বিত জেলা কার্যালয়ের দুর্ণীতি দমন কমিশনের উপপরিচালক রতন কুমার দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ সুলতান মাহমুদ।
এসময় বক্তরা বলেন, কোন প্রকার অসদুপায় অবলম্বন না করে সাধারণ মানুষের প্রাপ্ত অধিকার প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। তাই নাগরিক সেবা প্রদানে সকল কে দুর্ণীতি মুক্ত থাকার আহবান জানানো হয়। সচেতনতার মাধ্যমে সমাজের সকলের সহযোগীতায় দুর্ণীতি কে দমন করতে হবে।
জামালপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন ব...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ...
বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছর...
বেনাপোল প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানম...

মন্তব্য (০)