• সমগ্র বাংলা

শ্রীপুরে বিএনপির নেতার নেতৃত্বে বিধবা নারীর জমি জবরদখল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বিধবা অসহায় নারীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে বিএনপির নেতার বিরুদ্ধে। এসময় অস্থায়ী টিনসেডের ঘর ভাঙচুর চালিয়ে ক্ষতিসাধন করে। অর্ধশতাধিক ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জবরদখলের কর্মযজ্ঞ চলছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী মোছাঃ নূরুন্নাহার (৫০) শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা গ্রামের মৃত আব্দুল ওয়াহাব সরকারের স্ত্রী। 

অভিযুক্ত মো. সবুজ প্রধান (৩৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বাউনী গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক।

ভুক্তভোগী মোছাঃ নূরুন্নাহার বলেন, অভিযুক্ত বিএনপির নেতা আমার স্বামীর রেখে যাওয়া পৈত্রিক জমি জবরদখল শুরু করছে। ইতিমধ্যে জমিতে থাকা অস্থায়ী টিনসেডের ঘর ভেঙে গুড়িয়ে দিয়ে স্থায়ী পাকা ঘর নির্মাণ করছে। ভয়ে আমাদের ছেলেরা জমিতে যেতে পারছে না। সবুজ বিএনপির নেতা। তার ভয়ে কেউ বাঁধা দিতে সাহস পায়না। যেখানে কাজ করছে তার সঙ্গে শতাধিক গুন্ডাপান্ডা রয়েছে। আমার ছেলেরা সেখানে গেলে জীবিত পুঁতে ফেলবে বলে হুমকি দিচ্ছে। আমরা আজ অসহায় নিরুপায়।

 তিনি আরও জানান, এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশকে তোয়াক্কা করছে না। বিএনপির প্রভাব খাটিয়ে জমি জবরদখল করে যাচ্ছে। 

অভিযুক্ত বিএনপির নেতা সবুজ বলেন, আমি কারো জমি জবরদখল করছি না। তারা আমার মায়ের জমি জবরদখল করে রেখেছে এত বছর। আজ দখলমুক্ত করতে আসছি।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই জলিল মিয়া বলেন, জমি জবরদখল খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।

মন্তব্য (০)





image

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তাল দিনাজপুরের পাব...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পাবর্তীপুর - ফুলবাড়ী ( ৫ আসনে) ঘোষিত প্রার্থী প...

image

দিনাজপুরে ট্রাক চাপায় ২ নারী মৃত্যু, আহত আরো ৭

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরের চুনিযাপাড়া এলাকায় গরুবাহী ট্রাকের ধাক্কায়...

image

জামায়াত কর্মী পরিচয়ে ভাতার কার্ড দেয়ার নামে প্রতারণা, হাত...

বগুড়া প্রতিনিধি : জামায়াত কর্মী পরিচয়ে বগুড়ায় ক্ষুদ্র নৃ-গোষ...

image

নড়াইলে চিত্রা নদী বাচানোর অঙ্গীকার সহ পরিবেশ সুরক্ষায় বাপ...

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নড়াইল জেলা...

image

চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকরা সড়ক অবরোধ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রা...

  • company_logo