ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন যে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ স্টার্টআপ পারপ্লেক্সিটিতে বিনিয়োগ করেছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন।
রোনালদো বলেন, ‘কৌতূহল হলো মহান হওয়ার পূর্ব শর্ত। যখন প্রতিদিন নতুন প্রশ্ন করতে থাকবে, তখনই তুমি জিতবে।’ তিনি আরও বলেন, পারপ্লেক্সিটি তার এই ভাবনার সঙ্গে মিলে যায়। রোনালদোর ভাষায়, ‘পারপ্লেক্সিটি বিশ্বের কৌতূহলকে এগিয়ে নিচ্ছে, আর আমরা একসঙ্গে মানুষকে আরও বড় প্রশ্ন করতে অনুপ্রাণিত করব।’
এটাই রোনালদোর প্রথমবার পারপ্লেক্সিটির সঙ্গে যুক্ত হওয়া নয়। এর আগে তিনি জানিয়েছিলেন যে একটি পুরস্কার অনুষ্ঠানে বক্তব্য তৈরিতে তিনি পারপ্লেক্সিটির সাহায্য নিয়েছিলেন। কী বলবেন ঠিক করতে না পেরে তিনি এই এআই টুল ব্যবহার করেন। তার এই স্বীকারোক্তি অনলাইনে বড় আলোচনার জন্ম দেয় এবং জনসাধারণের সামনে থাকা তারকাদের এআই ব্যবহার নিয়ে নতুন আলোচনা তৈরি হয়।
২০২২ সালে প্রতিষ্ঠিত পারপ্লেক্সিটি নিজেকে একটি এআই-চালিত সার্চ ও উত্তর প্রদানকারী প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দেয়। এটি নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সংক্ষিপ্ত সারাংশ তৈরি করে ব্যবহারকারীদের দেয়। সাম্প্রতিক সময়ে এআই সার্চ টুল জনপ্রিয় হওয়ার পর প্ল্যাটফর্মটির ব্যবহার দ্রুত বেড়েছে।
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শুরুর ৬ মাস আগে দারুণ এক ঘোষণা দিয়েছ...
স্পোর্টস ডেস্ক : রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে...
স্পোর্টস ডেস্ক : ভারতীয় তারকা ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াডের সেঞ্চুরি। ওয়ান...
স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ...
স্পোর্টস ডেস্ক : সিরি ‘আ’ লিগের পয়েন্ট টেবিলে অবস্থান ধরে রা...

মন্তব্য (০)