ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ৩৫৮ রান করেও হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি টিম ইন্ডিয়া।
ঘরের মাঠে ভারতীয় বোলারদের রীতিমতো তুলোধুনে করে দাপুটে জয় পায় প্রোটিয়ারা। ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের এই জয়ে ১-১ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।
রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ৩৪৯ রান করেও পরাজয়ের শঙ্কায় ছিল ভারত। শেষ পর্যন্ত ১৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।
শনিবার বিষাখাপত্তনমেতে হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। সেই ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ জয়ের স্বাদ পাবে। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা।
আজ বুধবার রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৩৫৮ রানের রেকর্ড গড়ে ভারত। দলের হয়ে ১০২ ও ১০৫ রান করে করেন বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়। এছাড়া ৪৩ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক লোকেশ রাহুল।
রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ওপেনার এইডেন মার্করামের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক টিম্বা বাভুমা। তিনি ৪৮ বলে তিন চার আর এক ছক্কায় ৪৬ রান করে ফেরেন।
এরপর ম্যাথু ব্রিটজেককে সঙ্গে নিয়ে জুটি গড়ে তোলেন এইডেন মার্করাম। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের ৮৫তম ম্যাচে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়া ওপেনার মার্করাম। তিনি ৯৮ বলে ১০টি চার আর চারটি ছক্কার সাহায্যে ১১০ রান করে ফেরেন।
এরপর ডেভেল ডেভিসকে সঙ্গে নিয়ে ৬৪ বলে ৯২ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ম্যাথু ব্রিটজেক। দলীয় ২৮৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ডেভিস। তিনি সাজঘরে ফেরার আগে মাত্র ৩৪ বলে এক চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৫ রান করে ফেরেন।
পঞ্চম উইকেটে ডি জরির সঙ্গে ২০ বলে ২৮ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান ম্যাথু ব্রিটজেক। দলীয় ৩১৭ রানে আউট হওয়ার আগে ৬৪ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৮ রান করে ফেরেন ব্রিটজেক।
স্পোর্টস ডেস্ক : ভারতীয় তারকা ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াডের সেঞ্চুরি। ওয়ান...
স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ...
স্পোর্টস ডেস্ক : সিরি ‘আ’ লিগের পয়েন্ট টেবিলে অবস্থান ধরে রা...
নিউজ ডেস্কঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ...
স্পোর্টস ডেস্ক : হারলেই সিরিজ হাতছাড়া। জিতলে সিরিজে ফেরার সুযোগ। এমন কঠি...

মন্তব্য (০)