ফাইল ছবি
নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বাংলা আমাদের মাতৃভাষা। উচ্চশিক্ষার ভাষা হিসেবে আমরা বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই।
শনিবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না। উপযুক্ত দক্ষতা ও কর্মদক্ষতা অর্জনই দেশের উন্নতির মূল চাবিকাঠি। আমরা উচ্চ শিক্ষা লাভ করছি ঠিকই, কিন্তু আমাদের উপযুক্ত দক্ষতা অর্জন এবং উদ্যোক্তা তৈরি হচ্ছে না। ফলে দেশের অর্থনীতিতে যে ইতিবাচক প্রভাব পড়ার কথা ছিল, তা বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা টেকনিক্যালি যতই অগ্রগতি লাভ করি না, যদি আমাদের মানবিক উন্নতি না ঘটে তাহলে কখনোই আমরা দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারব না।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশের উন্নতির জন্য আমাদের একটি গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে, সেটা হচ্ছে জনশক্তি। কিন্তু সেই জনশক্তি সম্পদও হতে পারে, বোঝাও হতে পারে। কোনো জনশক্তি যখন স্বাস্থ্যবান, শিক্ষিত, দক্ষ এবং সুশৃঙ্খল হয়, তখন তারা জনসম্পদে পরিণত হয়।
এ সময় গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমি আশা করি আপনারা অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক মূল্যবোধ দ্বারা সমাজ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবেন।
সমাবর্তনের বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. এম শামসুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মীর শাহাবুদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী দ্বীন মো. খসরু, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, প্রফেসর ড. রকিবুল ইসলাম, প্রফেসর ড. আবদুর রহমান, প্রফেসর ড. রশিদুল হাসান এবং প্রফেসর ড. নূর মোহাম্মদ। সমাবর্তনে মোট ১ হাজার ৮৭০ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন।
নিউজ ডেস্কঃ ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের প...
নিউজ ডেস্কঃ জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেছেন, বাংলা...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিট...
নিউজ ডেস্কঃ স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে আগামীর বাংলা...
নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ...

মন্তব্য (০)