ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশজুড়ে শীতের আগমনী বার্তা থাকলেও হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দাপট যেন আগেভাগেই নেমে এসেছে। দিনভর ঝলমলে রোদে গরম অনুভূত হলেও রাত নামলেই তাপমাত্রা নেমে যাচ্ছে খানিকটা হাড়কাঁপানো শীতে। ফলে প্রকৃতিতে তৈরি হয়েছে অদ্ভুত আবহাওয়া- দিনে গরম, রাতে ঠান্ডা। স্থানীয়দের ভাষায়, রাতে গরম কাপড় ছাড়া বের হওয়াই কঠিন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। সকাল থেকেই কুয়াশার হালকা পর্দা থাকলেও কিছুক্ষণ পরই দেখা মিলেছে সূর্যের মুখ। তবে রাতের শুরুতেই আবারও কুয়াশা বাড়তে থাকে।
একই দিন দুপুর ১২টার দিকে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে তেঁতুলিয়ায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিকেল পর্যন্ত ৩০ থেকে ৩১ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তাপমাত্রা আরও নিচে নামার পাশাপাশি উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও তারা জানান।
অন্যদিকে তাপমাত্রার এই অস্থিরতা জনস্বাস্থ্যে ফেলছে ব্যাপক প্রভাব। জেলা সদর ও আশপাশের হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং অ্যালার্জি সমস্যায়।
চিকিৎসকদের মতে, দিন-রাতের তাপমাত্রার বড় পার্থক্য শরীরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই এই সময়ে সবাইকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।
স্থানীয়রা জানাচ্ছেন, আবহাওয়ার বিরূপ প্রভাবে আগেই নেমে এসেছে শীতের তীব্রতা। দিনে রোদের গরম, রাতে কাঁপুনি- এই আবহে শরীর দ্রুত অসুস্থ হয়ে পড়ে বলেন তেঁতুলিয়ার বাসিন্দারা। বাজারে সকালবেলা মানুষের উপস্থিতি কম থাকলেও রোদ ওঠার পর ভিড় বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, শীতের শুরুতেই তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দুপুর ১২টা পর্যন্ত ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সর্বোচ্চ ৩০ থেকে ৩১ ডিগ্রিতে উঠানামা করছে। ডিসেম্বরের শুরুতে পরিস্থিতি আরও পরিবর্তন হতে পারে।
জামালপুর প্রতিনিধি : জাঙ্ক ফুডের ক্ষতিকর দিক তুলে ধরে সুষম ও...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বোরো ধানে...
গাইবান্ধা প্রতিনিধিঃ চাঁদাবাজীর প্রতিবাদ করায় গাইবান্ধা...
জামালপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি পদ থেকে পদত্যা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়ত...

মন্তব্য (০)