ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি পদ থেকে পদত্যাগের একদিন পরই ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলেন ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী।
মঙ্গলবার (১৯ বুধবার) বিকেলে চরমোনাই পীর মুফতি রেজাউল করীমের সান্নিধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্বশীলদের হাতে যোগদানের ঘোষণা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি নতুন রাজনৈতিক ঠিকানা হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বেছে নেন।
এর আগে সোমবার তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতির পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন। যোগদান প্রসঙ্গে দৌলতুজ্জামান আনসারী গণমাধ্যমকে বলেন, “দেশ ও জনগণের কল্যাণে আদর্শিক প্ল্যাটফর্ম হিসেবেই আমি ইসলামী আন্দোলনকে বেছে নিয়েছি।”
ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীর বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে। তার যোগদানের খবরে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়ত...
ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির ঘোষিত প্রার্...
বেনাপোল প্রতিনিধি : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিভিন্ন ...
দিনাজপুর প্রতিনিধি : "সুস্বাস্হ্য সবার জন্য, কারো জন্য ...

মন্তব্য (০)