বগুড়া প্রতিনিধি: সারা বিশ্বে নার্সিং পেশা অত্যন্ত মহৎ একটি পেশা হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে আজও দক্ষ ও পেশাদার নার্সের সংকট রয়েছে বলে মন্তব্য করেছেন নিউরন নার্সিং ভর্তি কোচিং এর মহাপরিচালক সাইফুল ইসলাম।
সুদীর্ঘ বছর থেকে নিউরনের মাধ্যমে এই পেশায় দক্ষ নার্স গড়ে তোলার কাজে নিয়োজিত সাইফুল বলেন, এই পেশাকে সমৃদ্ধ করতে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। শুধু মুখস্ত বিদ্যা দিয়ে মানুষের সেবা করার জন্য নিজেকে প্রস্তুত করা সম্ভব নয়। বাস্তবিক জ্ঞানের পাশাপাশি নিজের অন্তরে থাকতে হবে মানবিকতা, ধৈর্য্য ও সহানুভূতির মানসিকতা। আর সঠিক জ্ঞান লাভের পাশাপাশি দক্ষতা অর্জনের লক্ষ্যেই তারা তাদের সর্বোচ্চ প্রয়াস করে যাচ্ছেন।
সোমবার দিনব্যাপী বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত নিউরন নার্সিং ভর্তি কোচিং বগুড়ার ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের মোটিভেশনাল ক্লাসে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। তিনি বলেন, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক সনদের জন্য নয় প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলে সুশিক্ষা গ্রহণ প্রয়োজন। চিকিৎসকের পরেই একজন রোগীর ভালো-মন্দ সবচেয়ে বেশি কাছে থেকে পরিলক্ষণ করেন একজন নার্স। হয়তো বিগত সরকারের নানা বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে আমরা বাংলাদেশে এই পেশার সঠিক মর্যাদা দিতে পারিনি। তবে আগামীতে এই পেশার সঠিক মানদণ্ড এবং সঠিক মর্যাদা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ২০০৭ সাল থেকে নিউরন পরিবার যেভাবে ইতিবাচক ধারায় নার্সিং পেশায় দক্ষ জনবল সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি নিউরনের সকল শিক্ষার্থীসহ বগুড়ায় যে কারো শিক্ষা সংক্রান্ত যেকোনো সহযোগিতায় সার্বক্ষণিক পাশে থাকার প্রতিশ্রুতি দেন। নিউরন নার্সিং ভর্তি কোচিং বগুড়া শাখার পরিচালক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান মো: শাহাবউদ্দিন।
প্রায় ৫৫০ জন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এই মোটিভেশনাল ক্লাস পরবর্তী অনুষ্ঠানে সারাদেশে গতবছরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লক্ষাধিক পরীক্ষার্থীদের মাঝে প্রথম স্থান অর্জনকারী নিউরণ বগুড়া শাখার শিক্ষার্থী মোছা: তমা খাতুন ও ৮ম স্থান অধিকারী মোছা: মেফতাহুল জান্নাত কে স্মার্ট মোবাইল ক্রয়ের সমপরিমাণ নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়।
আয়োজন প্রসঙ্গে নিউরন নার্সিং ভর্তি কোচিং বগুড়া শাখার পরিচালক মোশারফ হোসেন বলেন, বগুড়াসহ সারাদেশের ৬১টি শাখায় নিউরন পরিবার সুনামের সাথে পরিচালিত হচ্ছে। গন্তব্যে সঠিকভাবে পৌঁছানোর লক্ষ্যে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে প্রতিবছর তারা এমন ব্যতিক্রমী আয়োজন করেন যা আগামীতেও অব্যাহত থাকবে। তবে প্রতিবছর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত নার্সিং ভর্তি পরীক্ষায় নিউরনের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যে ঈর্ষান্বিত হয়ে অনেক প্রতারক চক্র নিউরনের নাম ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠান দিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতারিত করে যাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি বলেন নিউরন নামটি সরকারিভাবে ট্রেডমার্ক করা। তাই সাধারণ শিক্ষার্থীদের সর্বদা সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য (০)