ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : পুলিশী বাধায় পন্ড হয়েছে দিনাজপুরে জাতীয় পার্টির জেলা কমিটির কর্মী সম্মেলন। সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে দেশে রাজনৈতিক থ্রেট থাকায় এবং সমাবেশ আয়োজনে প্রশাসনের অনুমতি না থাকার কথা উল্লেখ করে সম্মেলনে বাধা দিয়েছে কোতয়ালী থানা পুলিশ। আজ শুক্রবার বিকাল ৩টা থেকে ওই কর্মী সম্মেলন আয়োজন ছিল দিনাজপুর প্রেস ক্লাবের ভাড়া নেওয়া মিলনায়তনে।
সম্মেলনে অংশ নিতে নেতাকর্মীদের সম্মেলন কক্ষ অবস্হান গ্রহনের পুর্ব মুহুর্তে তাদের হটিয়ে দেয় পুলিশ।
পরে দলীয় কার্যালয়ের সামনে পথ সভায় উপস্হিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন
সম্মেলনে প্রধান অতিথি পার্টির মহা সচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রধান বক্তা রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল এবং সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জুলফিকার হোসেন।
মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, তিন চার মাস ধরে জাতীয় পার্টকে বাধা দেওয়া হচ্ছে। যতই বাধা আসে পরের বার বেশী লোক নিয়ে আমরা আসি। উত্তরবঙ্গ অচল করার ক্ষমতা আমাদের আছে৷ কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। যদি না নেয় আরেকবার '৯১ হবে। জাতীয় পার্টি ডিসি অফিসে লাথি মেরেছে, ডিসির কলার ধরেছে। আমরা কাউকে পরোয়া করিনা। আমরা রাজনীতি করি, জেল জুলুমের জন্য প্রস্তুত। শান্তিপূর্ণ দল জাতীয় পার্টি। কিছু ছোট দল আমাদেরকে দশর বলে। কারন জাতীয় পার্টি ভোট করলে তাদের ভোটের হিসাব থাকবেনা। দশর বলে জাতীয় পার্টি ৪০ বছরের পুরাতন। আমরা ৯টা ভোট করেছি। ভাল ফল করেছি। তাই অনেকে ভোটের মাঠ রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। জাতীয় ভোটের সময় গজিয়ে উঠা দল নয়। জাতীয় পার্টি সরকারে ছিল বিরোধী দলেও ছিল।
জাতীয় পার্টি আবারো ক্ষমতায় আসবে উল্লেখ করে তিনি আরো বলেন, জাতীয় পার্টিকে ছাড়া কোন সুষ্ঠ নির্বাচন হবেনা। জাতীয় পার্টিকে বাদ দিয়ে জোর করে ভোট করা হলে সেই ভোট নিষ্কৃষ্ট ভোট হবে। সংশ্লিষ্টরা শপথ ভঙ্গের জন্য দায়ী হবেন। সেই সরকার টিকবেনা। সেই সরকারের পতন হবে। দেশে বারবার গন বিপ্লব হবে। বিপ্লব থেকে বাঁচতে জাতীয় পার্টিকে ভোটে অংশ গ্রহনের আবহান জানিয়েছেন তিনি।
তিনি প্রশ্ন করেন ,ভোটে অংশ গ্রহন করা যদি অপরাধ হয়ে থাকে ৭৭ গন ভোটে সেই সরকার ৯৮ পার্সেট ভোট পেয়েছিল। ৭৯ তে গণ ভোট হয়েছিল, সেখানে অভিযোগ আছে। ৮৬তে জামায়াত অংশ গ্রহন করেছিল সেটা বিএনপি এক তরফা বলে, বিএনপি ১৫ ফেব্রুয়ারীতে ভোট করেছে। কোন দল কখন কোথায় এক তরফা ভোটে অংশ গ্রহন করেনি। ৮৮ ভোটে আ.স.ম রব অংশ গ্রহন করেছে। আজকে জাতীয় পার্টি ভোটে অংশ গ্রহন করেছে এজন্য জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে বাদ দেওয়ার যে হীন প্রক্রিয়া হচ্ছে। এই হীন প্রক্রিয়া গণতন্ত্রের জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর জাতীর জন্য অসনি সংকেত।
তিনি বহুত্ববাদের বাংলাদেশ গড়তে সকলে নিয়ে ফ্রী ফেয়ার ইলেকশনের দাবি জানিয়েছেন।
লালমনিরহাট প্রতিনিধি: তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগাপরি...
নওগাঁ প্রতিনিধি: মাসব্যাপী চলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জ...
নড়াইল প্রতিনিধিঃ “কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বেনাপোল প্রতিনিধি : চাঁদা না দেওয়ায় নাভারণ প্রেসক্লাবের সহ-সভাপতি ও বার্তা কণ...

মন্তব্য (০)