ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষকে হত্যা, নির্যাতন ও জুলুম করেছে—জনগণ তাদের ক্ষমা করবে না। শেখ হাসিনা একজন সন্ত্রাসী; তাকে দেশে আসতে দেয়া হবে না। শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সাহস থাকলে দেশে এসে জেল খেটে তারপর কথা বলুন।’
মঙ্গলবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক সফরের তৃতীয় দিনে বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় দুপুরে তিনি এসব কথা বলেন।
এসময় মির্জা ফখরুল বলেন, ‘এবার নির্বাচন যদি পেছানো হয়, তবে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।’ নিজের শেষ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে কাজ করার সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন সুযোগ এসেছে গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক দলকে ভোট দিয়ে এলাকার সত্যিকারের উন্নয়ন ঘটানোর।’
তিনি অভিযোগ করে বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, ‘সংস্কারের বিষয়ে যে বিষয়ে আমরা একমত হয়েছি, তার বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে এর সমস্ত দায় সরকারকেই নিতে হবে।’
বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, বিএনপি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চায়।
শিক্ষা খাতের সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শরীরচর্চা শিক্ষক ও সংগীত শিক্ষক বাদ দেয়া ঠিক হয়নি। এতে শিক্ষাব্যবস্থায় এক ধরনের অসম্পূর্ণতা তৈরি হয়েছে।’
শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি উজ্জ্বল নাম। তিনি রাজনীতিতে নতুন দর্শনের সূচনা করেছিলেন, যা আজও প্রাসঙ্গিক।’
সভায় বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আহম্মদ আলীর সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।
তিন দিনের সাংগঠনিক সফরে ৯ নভেম্বর ঠাকুরগাঁওয়ে আসেন মির্জা ফখরুল। আজ সফরের শেষদিনে বিকেলে একটি ফুটবল খেলার ফাইনালের উদ্বোধন এবং সবশেষে মোহাম্মদপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।
দিনাজপুর প্রতিনিধি: দল মনোনিত প্রার্থীকে বিজয়ী কর...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ এনসিপির কেন্দ্রীয় মূখ্য সংগঠক (দক্ষিনা...
নিউজ ডেস্কঃ জাতীয় সনদের বাইরে কোনো সিদ্ধান্ত না নেয়ার জন্য স...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলা...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চ...

মন্তব্য (০)