• রাজনীতি

জেল-জুলুম সহ্য করা নেতাকর্মীদের মনে রাখবে দল: শামা ওবায়েদ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘ জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও যারা দলের প্রতি বেইমানি করেননি, দল তাদের কথা অবশ্যই মনে রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "স্বৈরাচার পতনের পর আমাদের একটা সুযোগ আসছে সুষ্টু নির্বাচনের। এখন সবাই যার যার নিজের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে।"

রবিবার (৯ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রয়াত আসাদ মাতুব্বরের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে শামা ওবায়েদ এই মন্তব্য করেন এবং দলীয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম তার নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষের ভোটে যাতে কেউ হাত দিতে না পারে সেদিকে দলীয় সকল নেতাকর্মীকে সজাগ ও খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, "সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে, আর আমরা যদি সংসদে যেতে পারি, তাহলে সালথায় অনেক উন্নয়ন করা হবে এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।"

 অন্য প্রার্থীদের অভিনন্দন জানিয়ে শামা ওবায়েদ বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। নির্বাচনে বহু দলের প্রার্থী থাকবে তাতে কোনো সমস্যা নেই। ফরিদপুর-২ আসনেও এমপি পদে অনেক প্রার্থী রয়েছেন। "সকল প্রার্থীকে আমরা অভিনন্দন জানাই এবং তাদের জন্য দোয়া থাকবে,"। 

তবে তিনি আওয়ামী লীগের সুবিধাভোগীদের সমালোচনা করে বলেন, "যারা স্বৈরাচার আওয়ামী লীগের সময় সুবিধাভোগী, তারা যদি এখন উন্নয়নের কথা বলে, তাহলে তো হাসি লাগে।"

স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, এবং উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দরা।

মন্তব্য (০)





image

গণভোট আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘টানা-হেঁচড়া’ উল্ল...

image

শহীদ জিয়ার নেতৃত্বে আমি সে দিন বিদ্রোহ ঘোষনা করে মুক্...

চট্টগ্রাম  প্রতিনিধি : এল,ডি,পির প্রতিষ্টাতা চেয়ারম্যান...

image

দেশে যত সংকট চলছে সবই নাটক: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : দেশে চলমান সব সংকটকে ‘নাটক’ হিসেবে ...

image

‎৩১ দফা বিএনপির নেতারাই বিশ্বাস করেন না: মির্জা গালিব

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক...

image

১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি : আমীর ...

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

  • company_logo