ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : "ট্রাফিক আইন মেনে চলি, যানজটবিহীন নিরাপদ সড়ক গড়ি" প্রতিপাদ্যতে বগুড়ায় শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ-২০২৫। জেলা পুলিশের উদ্যোগে বুধবার সকালে শহরের শহীদ খোকন পার্কে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি সামাজিক ব্যাধি। সকল চালক, পথচারী ও যানবাহন মালিকদের সচেতনতা বাড়ালেই ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব। সড়কে নিয়ম মেনে চলা মানে নিজের জীবন রক্ষা করা। তাই ট্রাফিক পুলিশ শুধু আইন প্রয়োগকারী নয়, জনগণের বন্ধু হিসেবেও কাজ করছে।
সড়কে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ন্যায় পালিত এই সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বগুড়া পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক মাসুম আলী বেগ, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য বগুড়া-৪ মোশারফ হোসেন, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল হক, বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সালেকুজ্জামান খানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে শহরের সাতমাথা, ফতেহ আলী বাজার ও নবাববাড়ি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খোকন পার্কে এসে শেষ হয়।
জানা যায় পুরো সপ্তাহজুড়ে বগুড়া জেলা ট্রাফিক বিভাগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে পথচারী ও চালকদের জন্য ট্রাফিক সচেতনতা ক্যাম্পেইন, স্কুল ও কলেজে ট্রাফিক আইনবিষয়ক আলোচনা, লিফলেট বিতরণ, সড়ক পারাপারে শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং নিয়মিত চেকপোস্ট কার্যক্রম। অন্যদিকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা, জরিমানা ও সতর্কীকরণ কার্যক্রম চালানো হবে।
ট্রাফিক সপ্তাহ প্রসঙ্গে বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, তারা চান বগুড়ায় একটি সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠুক। পুলিশের একার পক্ষে তা সম্ভব নয়, এজন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।
প্রতিদিনই বেপরোয়া গতি, চলমান যানবাহনে মোবাইল ফোন ব্যবহার, ওভারটেকিং এবং সড়ক আইন অমান্যের কারণে অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে। তাই ট্রাফিক সপ্তাহের এ আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয় বরং নাগরিক সচেতনতা সৃষ্টির এক গুরুত্বপূর্ণ ধাপ।
এদিকে ট্রাফিক সপ্তাহের এই উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। অনেকেই মনে করছেন, এমন সচেতনতামূলক উদ্যোগ যদি সারা বছর অব্যাহত থাকে, তবে বগুড়ায় সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আপন খালাতো ভাইয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়ার বলি হ...
চট্টগ্রাম প্রতিনিধি : দিন শেষে রাতের আগমন, শেষে রাত যে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি...
গাইবান্ধা প্রতিনিধি : নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদনের জন্য গলদা চিংড়ি...
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় যশোরে অর্ধ কোটি টাকার ...

মন্তব্য (০)