• সমগ্র বাংলা

ফরিদপুরে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় ঢাকা-মাগুরা মহাসড়কে অভিযান চালিয়ে আনুমানিক ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যমানের ৬ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। বুধবার ( ৫ নভেম্বর) এ ঘটনার সত্যতা প্রেসনোটের মাধ্যমে জানান র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া), সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার বেতছড়ি গ্রামের বাসিন্দা।

র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে মো. জাহাঙ্গীর আলমের কাছ থেকে মোট ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ উপায়ে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা এবং ঝিনাইদহ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারের পর জানা যায়, মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এর আগেও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানায় একটি মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে ফরিদপুর জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া), সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, "মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। যুব সমাজকে রক্ষার লক্ষ্যে 'মাদক নির্মূলে জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে র‍্যাব দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের অভিযান পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।"

মন্তব্য (০)





  • company_logo