ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : পাহাড়ীয়া জনপদ ধোপাছড়ি বিস্তীর্ন এ জনপদে পৌছতে এক সময় লেগে যেতো পুরা একটি দিন। পদব্রজে ছিল যাতায়ত। আবার শংখনদী হয়েই ন্জিনচালিত নৌকায় ঘন্টার পর ঘন্টা ছড়ে পৌছঁতে হতো চন্দনাইশের পুর্ব সীমানা পাহাড়ের কোল ঘেষে জনপদ ধোপাছড়িতে।
আর এ জনপদের ধোপাছড়ি বাজারের পাশ্বের খালে ২০২৩ সালে ১৬ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা পরিষদেও অর্থায়নে ১শ মিটার দৈঘ্য ৭ফুট প্রস্ত সাকোটি নির্মান করা একই বছর নভেম্বর মাসে। চলতি বছরের ২২ মে কাঠের সাকো ২য় দফায় পাহাড়ী নেমে আসা ঢলে ভাংগনের কবলে পড়ে বিচ্চিন্ন হয়ে পড়ে এপাড় থেকে ওপাড়ের যোগাযোগ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে টিআর কাবিকা বরাদ্ধ থেকে ৫লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে সাকোর মেরামত কাজ শুরু করলেন,উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন, এসময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন,অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা আকতার, মজিবুল হক খোকা, মোজাম্মেল হক প্রমুখ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন। পুর্ব ধোপাছড়ি শংখের মুখ,ক্যাম্পপাড়া ,শামুকছড়িরসহ বান্দরবনের সাথে যোগাযোগ মাধ্যম হিসাবে সাকোটি গুরুত্বপুর্ন।
পাহাড়ী খেটে খাওয়া মানুষ বনাঞ্চল থেকে লাকড়ি কেটে এনে জীবন নির্বাহকরে থাকে এ সাঁকো দিয়ে। ধোপাছড়ি বাজারে পাহাড় থেকে আহরিত ও উৎপাদিত ফলমুল শাক সবজি ও আনা নেয়া কম হয়না। তাই সাকোটি এঅঞ্চলের জন্য খুবই গুরুত্বপুর্ন ।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন বলেন, আপাতত সাকোটি সংস্কার কাজ করা হচ্ছে তবে পর্যায়ক্রমে সাকোটি ব্রীজ আকারে নির্মিত যেন হয় সে ব্যবস্থা নেয়াহবে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী থানার বাঘইল পশ্চিম পাড়া এলাকায় অভিযান চ...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানী প্রতিরোধে সম্...
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামে...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় গ...

মন্তব্য (০)