ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিসহ পাঁচ দফা দাবিতে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৭ অক্টোবর) এই কর্মসূচির অংশ হিসেবে দেশের সব জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করবে দলটি।
রোববার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীর প্রতি এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দল যৌথভাবে এই ৫ দফা গণদাবি উপস্থাপন করেছে। জনগণের সার্বিক সমর্থনই এই আন্দোলনের প্রধান শক্তি।’
ঘোষিত পাঁচ দফা গণদাবি-
বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এই পাঁচ দফা জনগণের ন্যায্য দাবি। সেগুলো বাস্তবায়নের মাধ্যমে জাতি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির পথে এগিয়ে যাবে।’
তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সোমবারের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন ...
নিউজ ডেস্ক : দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ তৈরি হয়নি বলে দাবি ক...
কিশোরগঞ্জ প্রতিনিধি : আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে এ...
নিউজ ডেস্ক : লন্ডনের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভারপ্র...
নিউজ ডেস্কঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব জায়গায় গুন্ডামি স্টাইল...

মন্তব্য (০)