• জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তাদের বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মূলত, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলির তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ত্রিপলি থেকে স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশকারী ৩০৯ জন বাংলাদেশিকে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দেশের উদ্দেশে পাঠানো হয়।

এটি লিবিয়া সরকারের সহায়তায় পরিচালিত দ্বিতীয় চার্টার ফ্লাইট বলে জানিয়েছে ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস। এর আগে, গত ৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন দেশে ফিরেন। প্রত্যেকেই দেশে ফিরে তাদের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন স্বজন এবং গণমাধ্যমের কাছে। 

প্রত্যাবাসিত বাংলাদেশিরা এর আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। পরবর্তীকালে দূতাবাস লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে।

উল্লেখ্য, একই প্রক্রিয়ায় আগামী ৩০ অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে অবশিষ্ট আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের উদ্যোগে কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

 

মন্তব্য (০)





image

‎দেশে গড়ে উঠবে ভ্যাক্সিন ও বায়োটেক কোম্পানী, ২০৩০ সালে উৎ...

সঞ্জু রায়, বগুড়া: ২০৩০ সাল থেকে বাংলাদেশে স...

image

‎শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশ...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অ...

image

‎লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, সপ্তাহের শেষে বৃষ্টির আভাস

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ন...

image

‎ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

নিউজ ডেস্কঃ ওমরাহ পালন করতে যাওয়া যাত্রীদের জন্য নতুন ...

image

‎হাসিনা আমলে গণতন্ত্র অনুপস্থিত ছিল, যা ফেরেনি: মাসুদ কামাল

নিউজ ডেস্কঃ জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল মন্তব্য করেছেন যে, ...

  • company_logo