ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার শাসনামলে জনগণ তাদের বাকস্বাধীনতা থেকে বঞ্চিত ছিল, সে সময় দেশে একদলীয় শাসন ও ফ্যাসিবাদ বিরাজমান ছিল এবং গণতন্ত্র কার্যত অনুপস্থিত ছিল।
তিনি আরও বলেন যে, বিরোধী দলগুলোকে তাদের কথা বলার সুযোগ দেওয়া হতো না। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টক শো প্রোগ্রামে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
সাংবাদিক মাসুদ কামাল বলেন, সেই সময় মানুষ আশা করেছিল যে সরকার পরিবর্তন হলে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। কিন্তু তার মতে, বাস্তবে তা ঘটেনি।
তিনি বর্তমান সরকার গঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’ নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, যদি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল বলা হয়, তাহলে তাদের বিরুদ্ধে বিচার শুরু করা উচিত ছিল।
কিন্তু তিনি উল্লেখ করেন, এত সময় পার হলেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। তিনি প্রশ্ন তোলেন, যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়, তবে জাতীয় পার্টিকে কেন অন্তর্ভুক্ত করা হচ্ছে না? তাদের বিরুদ্ধে তো কোনো মামলা বা নিষেধাজ্ঞা নেই। সে ক্ষেত্রে এই উদ্যোগকে ‘জাতীয় ঐকমত্য’ বলা কতটা যৌক্তিক, তা প্রশ্নসাপেক্ষ বলে মনে করেন তিনি।
মাসুদ কামাল আরও মন্তব্য করেন যে, যখন কেউ মনে করে ‘শুধু আমরাই দেশের নাগরিক, অন্যরা নয়’, তখন তাকে গণতন্ত্র বলা যায় না। তিনি ড. ইউনূসের প্রসঙ্গ টেনে বলেন, যেসব পশ্চিমা দেশের ওপর তিনি আস্থা রাখতেন, এখন তারাই বলছে, আওয়ামী লীগের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত।
নিউজ ডেস্কঃ গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছে...
নিউজ ডেস্কঃ দেশে যে ২৬টি বিসিএস ক্যাডার রয়েছে, তার মধ্য...
নিউজ ডেস্কঃ বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে বিনিয়োগই হবে টেকস...
সঞ্জু রায়, বগুড়া: ২০৩০ সাল থেকে বাংলাদেশে স...
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অ...

মন্তব্য (০)