• সমগ্র বাংলা

রংপুরে মাহিন্দ্রার ধাক্কায় প্রাণ গেল দুজনের

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে ইটবোঝাই মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর)সন্ধ্যায় উপজেলার জামতলা সড়কের সোনাকান্দর কলার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পীরগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের দুলা মিয়ার স্ত্রী পিয়ারি বেগম (৬০) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহাদীপুর গ্রামের সোলাইমান (৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান,সন্ধ্যার কিছু আগে পিয়ারি বেগম তার স্বামী দুলা মিয়ার অটোভ্যানে করে পারিবারিক কাজে পীরগঞ্জ বাজারে যাচ্ছিলেন।এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই এক মাহিন্দ্রা ট্রাক্টর অটোভ্যানটিকে জোরে ধাক্কা দেয়।সংঘর্ষে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিয়ারি বেগম মারা যান।

স্থানীয় বাসিন্দা আলম মিয়া বলেন, “দুর্ঘটনার শব্দ শুনে আমরা দৌড়ে যাই। দেখি এক নারী রাস্তায় পড়ে আছেন, তার কোনো নড়াচড়া নেই। আহত এক বৃদ্ধকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

গুরুতর আহত অবস্থায় পথচারী সোলাইমানকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, ওই সড়ক দিয়ে প্রতিদিনই অসংখ্য ইটবোঝাই মাহিন্দ্রা ও ট্রাক্টর চলাচল করে। অধিকাংশ চালকের নেই বৈধ লাইসেন্স বা নিরাপত্তা সচেতনতা।ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।

সোনাকান্দর এলাকার বাসিন্দা আনিছুর রহমান বলেন,এই রাস্তায় ট্রাক্টর চলাচল একেবারে নিয়ন্ত্রণহীন। গ্রামের মানুষ এখন রাস্তায় হাঁটতেও ভয় পায়। প্রশাসন যদি কড়া ব্যবস্থা না নেয়, আরও প্রাণহানি ঘটবে।”

স্থানীয় প্রশাসন ও পুলিশের প্রতি এলাকাবাসীর দাবি- গ্রামীণ সড়কে মাহিন্দ্রা ও ট্রাক্টর চলাচল সীমিত করা, চালকদের নিবন্ধন ও নিরাপত্তা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা এবং নিয়মিত ট্রাফিক অভিযান পরিচালনা করা।

পীরগঞ্জে,অনিয়ন্ত্রিত ট্রাক্টর ও মাহিন্দ্রা চলাচল গ্রামীণ সড়কে কতটা ঝুঁকিপূর্ণ।দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই প্রাণহানির মিছিল থামবে না-বলছেন সচেতন মহল।দুর্ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি।

খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।ট্রাক্টরচালককে চিহ্নিত করার চেষ্টা চলছে।প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।দুর্ঘটনার পর ট্রাক্টরচালক ট্রাক্টরসহ পালিয়ে যায়।তবে,ঘটনার তদন্ত করা  হচ্ছে।

মন্তব্য (০)





image

ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, আটক ২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ডিবি (গোয়...

image

দল যাকে ধানের শীষ দিবে সুজানগর-বেড়ার মানুষ তার পক্ষে ঝাঁপ...

পাবনা প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২...

image

উলিপুরে হত দরিদ্রদের মাঝে বকনা বাছুর বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তরুণ্যের উৎসব ২০২৫ ...

image

ভোটারদের দ্বারে দ্বারে ইঞ্জিনিয়ার মজিদ, ব্যস্ত সময় কাটছে ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সাম...

image

জাপার উপর আঘাত এলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে, উপজেলা দিবসের...

দিনাজপুর প্রতিনিধি : পল্লী বন্ধু এরশাদ শুধু উপজেলা পরিষদই বাস্তবায়ন করেননি, ব...

  • company_logo