• বিনোদন

মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না : জয়া আহসান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : মেধা দিয়ে খুব বেশিদূর এগোনো যায় না বা খুব বেশি কিছু হয় না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামে একটি পডকাস্ট শোতে উপস্থিত হয়ে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি জানান, শুধু মেধা নয়, লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারও সাফল্য আসবে’। তিনি নিজেও এ পর্যায়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন। জয়া বলেন, ‘অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমি পুরোনোতে বাঁচি। যা কিছু পুরোনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ অতীত সম্পর্কে কথা বলতে গিয়ে জয়া জানান, তার বাসায় প্রায় ২০০ বছরের পুরোনো আলমিরা রয়েছে। যে খাটে তার জন্ম, সে খাটটি এখনো তার বাড়িতে সংরক্ষিত আছে। একই অনুষ্ঠানে তিনি কথা বলেছেন সামাজিক মাধ্যমে বুলিং প্রসঙ্গে। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনিও পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুম্মান রশিদ খান। এটি আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টিভিতে এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে। এদিকে নিজের প্রযোজনা সংস্থা থেকেও একাধিক সিনেমার কাজ করছেন বলে জানিয়েছেন জয়া আহসান।

মন্তব্য (০)





image

সামান্থা তামান্না ও রাকুলের ‘ভোটার কার্ড’ নিয়ে কেলেঙ্কারি

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রীদের সরকারি পরিচয়পত্র ফাঁস হয়েছে। আগামী ১১ ...

image

রেজাল্ট দেখে শিহরিত কেয়া পায়েল

বিনোদন ডেস্ক : ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্...

image

‎টম ক্রুজ-আনার প্রেমে ইতি, ৯ মাসেই ভেঙে গেল সম্পর্ক

বিনোদন ডেস্ক: হলিউডের সুপারস্টার টম ক্রুজ ও কিউবান-আমেরিকান ...

image

ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহিকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর...

image

‎প্রতি শুক্রবার রাত দশটায় 'আমি সোহেল রানা'

বিনোদন প্রতিবেদকঃ চলতি বছর প্রথমবারের মতো আলোচিত ডিজিটাল প্ল...

  • company_logo