
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক: হলিউডের সুপারস্টার টম ক্রুজ ও কিউবান-আমেরিকান অভিনেত্রী আনা ডি আরমাসের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। ৯ মাসেরও কম সময় একসঙ্গে থাকার পর সম্পর্কের ইতি টানলেন এই তারকা জুটি।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম সম্পর্কে জড়ান ৬৩ বছর বয়সী ‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজ ও ৩৭ বছর বয়সী আনা ডি আরমাস। একপর্যায়ে তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। তবে সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। এখন তারা বন্ধু হিসেবে সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এ তারকা জুটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, টম ক্রুজ ও আনা ডি আরমাস একসঙ্গে ভালো সময় কাটিয়েছেন। কিন্তু দম্পতি হিসেবে তাদের সময় শেষ হয়েছে। এখন আর তারা ডেটিং করছে না এবং ভালো বন্ধু হিসেবে থাকবেন। তারা এটি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন যে, তাদের মধ্যকার সম্পর্ক বেশিদূর এগিয়ে নেয়া সম্ভব নয়।
জানা গেছে, টম ক্রুজের আসন্ন একটি চলচ্চিত্রে সহ-অভিনেত্রী হিসেবে থাকছেন আনা ডি আরমাস। ফলে সম্পর্কের অবসান ঘটলেও পেশাগতভাবে তারা একসঙ্গে কাজ করে যাবেন।
চলতি বছরের শুরুর দিকে তাদের একাধিকবার ডেট করতে দেখা যায়। কখনো যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে, কখনো মাদ্রিদে ব্যক্তিগত জেটে ঘুরতে দেখা গেছে তাদের। এপ্রিলে আনার জন্মদিনে তারা লন্ডনে হেলিকপ্টারে উড়ে বেড়ান এবং বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। মে মাসে ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টিতেও একসঙ্গে হাজির হন তারা।
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রীদের সরকারি পরিচয়পত্র ফাঁস হয়েছে। আগামী ১১ ...
বিনোদন ডেস্ক : ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্...
বিনোদন ডেস্ক : মেধা দিয়ে খুব বেশিদূর এগোনো যায় না বা খু...
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহিকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর...
বিনোদন প্রতিবেদকঃ চলতি বছর প্রথমবারের মতো আলোচিত ডিজিটাল প্ল...
মন্তব্য (০)