• বিনোদন

স্ত্রী সন্তানকে অস্বীকার, যা বললেন রিপন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে গত দুই দিনে বেশ কিছু অভিযোগ উঠে আসে। বাবা-মায়ের দেখভালের সঙ্গে স্ত্রী–সন্তানদের অস্বীকারের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রিপন মিয়া। 

বুধবার মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকায় আসেন রিপন মিয়া। মঙ্গলবার পুরো ঘটনার বর্ণনা করেন তিনি। তার মা ফাতেমা বেগমও সেদিন ঠিক কী হয়েছিল, তা তুলে ধরেন। এমন সময় মা ও সন্তান একজন আরেকজনকে ধরে কান্নায় ভেঙে পড়েন।

ঘটনা নিয়ে রিপন মিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘কী থাইক্যা কী হয়ে গেল, কিছুই বুঝতেছি না। ঘুম থেকে উইট্টা চা স্টলে গেছিলাম। এ সময়ে কয়েকজন সাংবাদিক আইসা ক্যামেরা ধরল, আর আমাকে মজা করতে বলল। আমি ছন্দ বলে মজা করছিলাম। একপর্যায়ে তারা আমার পরিবার নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। তারা যে এখানে আসার আগে আমার বাড়ি থেকে ঘুরে আসছে, তা জানায়নি আমাকে। তারা বলতে থাকে, আমি আব্বু-আম্মুকে দেখি না, আমার বউ–বাচ্চার কথা কাউরে কই না, এসব আরকি। এরপর আমার মাথা গরম হইয়া যায়। আমি মূর্খ, গুছিয়ে কথা বলতে পারি না, এই কারণেই কিন্তু সাংবাদিকের সঙ্গে কথা বলি না।। তবে উনারা ভিডিওতে সব কথা রাখেননি, কাটিং করেছেন। আমি অনেকক্ষণ কথা বলছি উনাদের সাথে। সব কথা ভিডিওতে নাই।’

বিয়ে ও স্ত্রীর অস্বীকার করা প্রসঙ্গে রিপন বলেন, ‘দেড় বছর আগে ভাইসাবের (কনটেন্ট ক্রিয়েটর) ভিডিওতে আমি বিয়ে, বউ নিয়ে কথা কইছি। কিন্তু উনারা আমাকে এত জেরা করতেছিল, শেষে আমি তেড়ামি করে বলছি, আমি বিয়া করিনি। এইটা যে আমার জীবনরে এমন করব, তা কল্পনা করিনি।’

বাবা-মাকে না দেখার বিষয়ে রিপন বলেন, ‘একটি আধা পাকা ঘর বানতেছি। কাজ কিন্তু অনেক বাকি। তিনটা রুম, একটায় আমি বউ–বাচ্চা নিয়া থাকুম। আরেকটায় আব্বু-আম্মু থাকবেন। আমি তাদের দেখি না কোথায়? কোন মাসে আমি টাকা দেইনি, এটা জিজ্ঞেস করতেন। আপনারা বলতে পারেন, আমার তাদের আরও দেখা দরকার, আমি অবশ্যই দেখব। বাপ–মা তো আমার, তাই না?’

এই কনটেন্ট ক্রিয়েটর আরও বলেন, ‘ভাই আমি কাঠমিস্ত্রি, আল্লাহর রহমতে সব পারি। এটা দিয়েই আমার জীবন চলব। কর্ম জানা মানুষের আটকে থাকতে হয় না। প্রয়োজনে ভিডিও আর বানামু না। এতে কিছুই হবে না।’

 

মন্তব্য (০)





image

সামান্থা তামান্না ও রাকুলের ‘ভোটার কার্ড’ নিয়ে কেলেঙ্কারি

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রীদের সরকারি পরিচয়পত্র ফাঁস হয়েছে। আগামী ১১ ...

image

রেজাল্ট দেখে শিহরিত কেয়া পায়েল

বিনোদন ডেস্ক : ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্...

image

মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না : জয়া আহসান

বিনোদন ডেস্ক : মেধা দিয়ে খুব বেশিদূর এগোনো যায় না বা খু...

image

‎টম ক্রুজ-আনার প্রেমে ইতি, ৯ মাসেই ভেঙে গেল সম্পর্ক

বিনোদন ডেস্ক: হলিউডের সুপারস্টার টম ক্রুজ ও কিউবান-আমেরিকান ...

image

ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহিকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর...

  • company_logo