
ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার দিন পর ভ্যানচালক আব্দুল্লাহ (২৬) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন, শার্শার বলিদাদহ গ্রামের মৃত বজলু রহমানের ছেলে মুকুল হোসেন (৩৮), কাজীরবেড় এলাকার রফিকুল ইসলামের ছেলে আশানুর রহমান ওরফে আশা (২৮) এবং নাভারণ যাদবপুরের মৃত আইয়ুব হোসেনের ছেলে সাগর হোসেন।
নিহত আব্দুল্লাহ শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। গত ১০ অক্টোবর সকাল ১১টার দিকে ভ্যান নিয়ে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই দিন রাত ৯টার দিকে কাজীরবেড় ব্রিজের কাছে তাকে শেষবারের মতো দেখা যায়। এরপর বাড়ি না ফেরায় এবং ফোন বন্ধ থাকায় সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পর ১১ অক্টোবর তার বাবা শার্শা থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ৫০৫) করেন।
জিডির সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। ১৪ অক্টোবর কাজীরবেড় এলাকার আব্দুর রউফের পরিত্যক্ত একতলা ভবনের টিনের বক্স থেকে আব্দুল্লাহর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। একইসাথে তার ভ্যানটিও উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শার্শা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা (মামলা নং-১৮, তারিখ ১৪/১০/২০২৫, ধারা ৩০২/২০১/৩৯৪/৩৪ পেনাল কোড) দায়ের করেন। তদন্তে দ্রুত অগ্রগতি এনে তিনজনকে আটক করে পুলিশ। পুলিশের ধারণা, পরিকল্পিত ভাবে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
শার্শা থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
পাবনা প্রতিনিধি : দৈনিক সমকাল এর চাটমোহর প্রতিনিধি, চাটমোহর প্রেসক্লাব এর কার...
বগুড়া প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে বগুড়ার গাবতলী সরকারি কলেজে একাদশ শ্রে...
গাজীপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে...
বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার তালোড়া বাজারে ঘটে যাওয়া ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর হেমনগর রেলস্টেশন সংল...
মন্তব্য (০)