
ছবিঃ সিএনআই
মাদারীপুর প্রতিনিধি: স্বৈরশাসনের অবসান ঘটিয়ে একটি জনকল্যাণমুখী, জবাবদিহিমূলক ও প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই স্বপ্ন বাস্তবায়নের সুনির্দিষ্ট পথনির্দেশনা হিসেবেই দলটি যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে তা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয় বরং এটি আগামী দিনের রাষ্ট্রের নতুন ভিত্তি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মো. রোকন উদ্দিন মিয়া।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার কুতুবপুর হাটে বিভিন্ন জনবহুল স্থান, অলি-গলি, বিভিন্ন স্থানে গিয়ে এই লিফলেট বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। যেখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন-সব ক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরছি প্রতিদিনই। এ ধরনের জনসংযোগমূলক কার্যক্রমের মাধ্যমে ধানের শীষকে জনগণের মধ্যে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলাই আমাদের মূল লক্ষ্য।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ লিফলেট বিতরণ করেন।
এ সময় নেতাকর্মীরা, দোকানদার ও পথচারী ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরছেন ভোটারদের কাছে।
লিফলেট বিতরণে শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ বোরহান খান, শিবচর পৌর সভার স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ মেজবা গোমস্তা, মাদারীপুর জেলা জিয়া পরিষদের সহ সভাপতি মোঃ সুজন বেপারী, শিবচর জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রফু গোমস্তা, জিয়া পরিষদের পৌরসভা শাখার সভাপতি, মোঃ লিটন গোমস্তাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি : দৈনিক সমকাল এর চাটমোহর প্রতিনিধি, চাটমোহর প্রেসক্লাব এর কার...
বগুড়া প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে বগুড়ার গাবতলী সরকারি কলেজে একাদশ শ্রে...
গাজীপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে...
বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার তালোড়া বাজারে ঘটে যাওয়া ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর হেমনগর রেলস্টেশন সংল...
মন্তব্য (০)