
ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ও আলমনগর ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বনমালি, বিলডগা, বাইশকাইল ও নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রথমে দক্ষিণ বিলডগা গ্রামের এক শিশুকে কামড় দেয় ওই কুকুরটি। এরপর পর্যায়ক্রমে বনমালি, নবগ্রাম বাজার, বাইশকাইল ও গইজারপাড়া এলাকায় ঘুরে অন্তত ২০ জনকে আহত করে।
আহতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—নবগ্রামের চান মিয়া (৪৫), সিয়াম (৭), জুব্বার (৬০) বাইশকাইলের বাসিন্দা, উত্তর বিলডগার কম্বলের মেয়ে (২৫), বনমালির আবুবকরের ছেলে (৫), সাইফুলের মেয়ে (৪), বিলডগার জহুর উদ্দিনের ছেলে (৭), বনমালির লিটনের ছেলে (৬)সহ আরও অনেকে।
স্থানীয় বাসিন্দা বনমালি গ্রামের সাইফুল ইসলাম বলেন, “আমাদের এলাকায় প্রায় ১৫ থেকে ২০টি গরু ও ছাগলকেও ওই পাগলা কুকুর কামড়েছে। আমার মেয়ে সকালে স্কুলে যাওয়ার পথে কুকুরের আক্রমণের শিকার হয়।”
কলেজছাত্র তারেক জানান, বনমালি ও বিলডগা এলাকায় অন্তত ১৫ জনকে ওই কুকুর কামড়েছে।
স্থানীয় গৃহবধূ খাদিজা বেগম (৪০) বলেন, “আজ সকালে কুকুরটি আমার বোরকা ছিঁড়ে ফেলেছে। এখন বাইরে যেতে ভয় লাগে।”
অন্যদিকে আব্দুল মজিদ অভিযোগ করেন, “এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেছে। কুকুরের ভয়ে নামাজ পড়তে মসজিদে যাওয়া পর্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।”
বিলডগার মতিয়ার খান, রফিকুল ইসলাম ও বাবলু খান বলেন, “এলাকায় দেশীয় কুকুরের উপদ্রব এতটাই বেড়েছে যে ছেলে-মেয়েরা স্কুলে যেতে ভয় পাচ্ছে।”
ভুক্তভোগীরা গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর থেকে এলাকার বাজারে লোকজনের চলাচল কমে গেছে এবং আশপাশের গ্রামগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা দ্রুত পাগলা কুকুর নিধনে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের পৌর সদরের পুরাতন বাজার এলা...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলে...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সায়মা আক্তার ম...
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পাবনা ...
মন্তব্য (০)