
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর সরকার রাজ্যে হিন্দি ভাষা নিষিদ্ধ করার লক্ষ্যে একটি বিল আনতে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে বিলটি উপস্থাপন করবেন বলে জানা গেছে।
প্রস্তাবিত আইনে রাজ্যজুড়ে হিন্দি ভাষায় লেখা হোর্ডিং এবং হিন্দি সিনেমা প্রদর্শন নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, এর আগে চলতি বছরের শুরুতে তামিলনাড়ু সরকার সরকারি বাজেটের প্রতীক হিসেবে ভারতীয় মুদ্রা চিহ্ন ‘₹’-এর পরিবর্তে তামিল অক্ষর ‘ரூ’ (রু) ব্যবহার করে নতুন লোগো চালু করেছিল।
বাজেট ঘোষণার আগেই এই পদক্ষেপ আলোচনায় আসে, যখন রাজ্য সরকার আঞ্চলিক ভাষার গুরুত্ব এবং সরকারি নথিপত্রে স্থানীয় ভাষার ব্যবহার বাড়ানোর বিষয়ে অবস্থান নেয়।
স্টালিনের নেতৃত্বাধীন দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকার দেশের স্থানীয় ভাষাগুলোর ওপর হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী স্টালিন বলেছেন, তামিলদের ওপর জোরপূর্বক হিন্দি চাপিয়ে দেওয়া তাদের আত্মসম্মানের ওপর আঘাত।
তিনি আরও দাবি করেন, বিজেপি তিন ভাষানীতির আড়ালে প্রথমে হিন্দি, পরে সংস্কৃত চাপিয়ে দিতে চায়। তার মতে, রাজ্যের দুই ভাষার নীতি—তামিল ও ইংরেজি—শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলেছে।
ডিএমকে বলেছে, জাতীয় শিক্ষা নীতিতে তিন ভাষার সূত্র
নিউজ ডেস্ক : ‘জেন-জি’দের ডাকে আবা...
নিউজ ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মাদক...
নিউজ ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনী চামান সীমান্তের স্পিন বোলদাক এলাকায় আফ...
নিউজ ডেস্কঃ পাকিস্তানের সাথে সবশেষ সংঘর্ষের পর, তালেবান সদস্...
নিউজ ডেস্ক : অবরুদ্ধ গাজায় ‘প্রথম দফা’ যুদ্ধবিরতির বন্দিবিনি...
মন্তব্য (০)