
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ মধ্য পশ্চিমবঙ্গ সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মু. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, নিম্নচাপের কারণে আগামী তিন দিন দেশের সব বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এতে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।
এদিকে, মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টিতে ঢাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এতে সকাল থেকেই রাজধানীবাসীর দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী এবং খেটে খাওয়া মানুষ।
অন্যদিকে বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সতর্কতা অবলম্বন করে চলাচল করতে হবে।
নিউজ ডেস্ক : নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে অ...
নিউজ ডেস্ক : আগামী তিনদিন সারা দেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা ...
নিউজ ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) সন্ত্রাসী...
নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ঝড়ের ...
নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহর ‘...
মন্তব্য (০)