• লিড নিউজ
  • জাতীয়

‎কাল থেকে শুরু হচ্ছে ২২ দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মা ইলিশ রক্ষায় চাঁদপুরসহ দেশের ছয়টি অভয়াশ্রমে শুরু হচ্ছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। কাল থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন চলবে কর্মসূচি। অভিযান সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। এদিকে, ভরা মৌসুমেও জালে ধরা পড়েনি আশানুরূপ ইলিশ। এতে চরম হতাশায় জেলেরা। সময়সীমা পেছানোর দাবি তাদের।

‎আশ্বিনের ভরা পূর্ণিমাকে কেন্দ্র করে নদীতে ডিম ছাড়ে মা ইলিশ। দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে চলতি বছর ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

‎চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এসময় নদীতে সকল ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ।

‎এদিকে, নিষেধাজ্ঞার সময় কর্মহীন হয়ে পড়েন জেলেরা। এসময় তাদের সংসার চালানো নিয়ে বাড়ে দুশ্চিন্তা। এ অবস্থায় সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা।

‎জেলেদের একজন বলেন, ‘অভিযানের সময় কিস্তি বন্ধ করে দিলে মানুষের জন্য অনেক সুবিধা।’ চলতি মৌসুমে সাগর-নদীতে ভোলায় ইলিশের পরিমাণ কম। এখনও ইলিশের প্রজনন সময় শুরু হয়নি জানিয়ে নিষেধাজ্ঞার সময় পুনর্বিবেচনার দাবি জেলেদের।

‎‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ না করলে ফ্যাসিবাদী হাসিনার চাইতেও খারাপ পরিণতি হবে অন্তর্বর্তী সরকারের’

‎জেলেদের আরেকজন বলেন, ‘ডিম না থাকলে মাছ বৃদ্ধি হবে কিভাবে।’ জেলেদের দাবি সঠিক নয় উল্লেখ করে মৎস্য বিভাগ বলছে, বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ভিত্তিতেই নির্ধারণ করা হয় এ সময়সীমা।

‎ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া বলেন, ‘জেলেদের যেসব প্রতিনিধি রয়েছে তাদের পরামর্শে তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করছি ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের যে অভিযান হবে সেটা সফল হবে।’

‎নিষেধাজ্ঞার ২২ দিনে খাদ্য সহায়তা হিসেবে নিবন্ধিত প্রত্যেক জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেয় সরকার। এ সময় মা ইলিশ রক্ষায় ছাড় না দেয়ার ঘোষণা প্রশাসনের।

‎চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় মাইকিং ও লিফলেট দিচ্ছি। সহায়তা আসলে দ্রুত তা বিতরণ করবো।’

‎চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, ‘জেলে যারা আছে প্রাপ্ত বয়স্ক তাদেরকে জেল ও জরিমানা করা হবে। একইসঙ্গে যারা অপ্রাপ্ত বয়স্ক আছে তাদেরকে কিশোর কারাগারে পাঠানো হবে।’

‎মা ইলিশ রক্ষার অভিযান সফল হলে আগামীতে দেশের নদীগুলো ইলিশের প্রাচুর্যে ভরে উঠবে বলে প্রত্যাশা মৎস্য বিভাগের।

মন্তব্য (০)





image

ড. ইউনূসের জাতিসংঘ সফর: যে ৬ সাফল্যের কথা তুলে ধরলেন প্রে...

নিউজ ডেস্ক : নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে অ...

image

৭২ ঘণ্টার মধ্যে প্লাবিত হতে পারে ৫ জেলা

নিউজ ডেস্ক : আগামী তিনদিন সারা দেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা ...

image

‎ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীকে ‎সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি

নিউজ ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) সন্ত্রাসী...

image

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ঝড়ের ...

image

কথার সময় পেরিয়ে গেছে, এখন লড়াইয়ের সময়: শহিদুল আলম

নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহর ‘...

  • company_logo