
ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় রবিবার বিকেলে মহাষষ্ঠীতে শহরের ডালপট্টিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত শারদ উপহার বিতরণ করা হয়েছে।
ডালপট্টি সর্বজনীন দূর্গাপূজা কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় মন্দির প্রাঙ্গনে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে উপহারস্বরুপ এই বস্ত্র বিতরণ করা হয়।
ডালপট্টি সর্বজনীন দূর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক সমাজসেবক সুজিত প্রসাদ জয়সোয়ালের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের পক্ষে সকলের হাতে নতুন বস্ত্র তুলে দেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
এসময় তিনি বলেন, বিএনপি সর্বদাই অসাম্প্রদায়িক চেতনার দল, যে দল কখনো মানুষে মানুষে ভেদাভেদ করে না। বিএনপির জন্মলগ্ন থেকেই সনাতন ধর্মাবলম্বী মানুষের পাশে ছিলো, আছে আর থাকবে। তিনি বলেন, বগুড়াসহ সারাদেশে শারদ উৎসব নির্বঘ্নে সম্পন্ন করতে তাদের অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় তৃণমূল থেকে শহর পর্যন্ত গঠন করা হয়েছে বিএনপির মনিটরিং সেল। তিনি সকলকে তারেক রহমানের পক্ষে শারদীয় শুভেচ্ছা জানিয়ে অসাম্প্রদায়িক এই বাংলাদেশে নির্বিঘ্নে শারদ উৎসব উদযাপনের আহ্বান জানান। তিনি আরো বলেন পূজার আগে তারেক রহমানের নির্দেশেই তারা উপহার নিয়ে সনাতন ধর্মাবলম্বী সকল মানুষের কাছে ছুটে যাচ্ছেন। বাদশা বলেন, হিন্দু মানেই আওয়ামী লীগ এই কথাটি সম্পূর্ণ ভুল ধারণা কারণ এই বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ৮০ ভাগ জায়গা আওয়ামীলীগই বিভিন্ন সময় দখল করেছে। যা আর কখনো এই সোনার বাংলাদেশ হবে না। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
ডালপট্টি সর্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি নিরঞ্জন প্রসাদ গোয়ালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক কেএম খাইরুল বাশার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় পান্ডে এবং ডালপট্টি সর্বজনীন দুর্গাপূজা কমিটির সহ-সভাপতি সঞ্জীব প্রসাদ জয়সোয়াল। অনুষ্ঠানের নতুন বস্ত্র পেয়ে সকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডালপট্টি মন্দিরের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মা...
বগুড়া প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে বগুড়ার শহরের চেলোপাড়ায় রবিবা...
নিউজ ডেস্ক : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হ...
চট্টগ্রাম প্রতিনিধি : বন্দর নগরী চট্টগ্রামের পুলি...
মন্তব্য (০)