• সমগ্র বাংলা

খুলনা থেকে ঢাকার পথে ২২ সাঁতারু, ‘সেরা সাতারু’র খোঁজে জাতীয় ফাইনালে অংশগ্রহণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধিঃ বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ‘সেরা সাতারু’র খোঁজে বাংলাদেশ-২০২৫ প্রতিযোগিতার জাতীয় ফাইনালে অংশ নিতে খুলনা ভেন্যুর বাছাইকৃত প্রতিযোগীরা ঢাকা রওনা হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খুলনার সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের রেজাউল সুইমিং একাডেমি থেকে যাত্রা করেন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সেরা ২৮ জন ইয়েস কার্ডপ্রাপ্ত সাঁতারুর মধ্যে ২২ জন।

যাত্রার মুহূর্তে অভিভাবকদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সন্তানদের বিদায় দিতে গিয়ে কারও চোখে জল, কারও মুখে গর্বের হাসি।

খুলনা ভেন্যু প্রতিনিধি ও সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য জিএম রেজাউল ইসলাম এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই সাঁতারুরা খুলনা ভেন্যুর গর্ব। আমরা বিশ্বাস করি, জাতীয় ফাইনালে তারাই প্রমাণ করবে যে খুলনা পিছিয়ে নেই। আমরা দোয়া করছি, তারা যেন খুলনার নাম উজ্জ্বল করে ফিরতে পারে।

বাংলাদেশ নৌবাহিনীর মাজহারুল ইসলাম প্রতিযোগীদের নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন। তিনি বলেন, জাতীয় ফাইনাল শেষে যারা চূড়ান্তভাবে বাছাইকৃত হবেন, তারা দুই বছরের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পাবেন। এ প্রশিক্ষণ থেকেই তৈরি হবে দেশের ভবিষ্যৎ সেরা সাঁতারুরা।

প্রতিযোগিতার ফাইনাল পর্যায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এখানেই সারা দেশের বাছাইকৃত সাঁতারুরা অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন।

এর আগে গত ১৬ জুন সোমবার খুলনার সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের রেজাউল সুইমিং একাডেমিতে প্রাথমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকেই ২৮ জন ইয়েস কার্ড পান এবং চূড়ান্তভাবে ২২ জন জাতীয় ফাইনালে জায়গা করে নেন।

ঢাকার পথে রওনা হওয়া প্রতিযোগীরা জানান, জাতীয় ফাইনালে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে তারা প্রস্তুত। অভিভাবকরা সন্তানদের জন্য দোয়া করেন এবং প্রত্যাশা করেন যে, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন সাঁতারু তারকা জন্ম নেবে।
আগামী দিনগুলোতে এই তরুণ সাঁতারুরাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়াবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





  • company_logo