
ফাইল ছবি
ক্রীড়া প্রতিবেদকঃ বিপিএলের টিভি সম্প্রচার স্বত্ব বাবদ বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টসের কাছে বড় অঙ্কের অর্থ পাওনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। পে অর্ডারের মাধ্যমে সম্প্রতি সেই অর্থ বিসিবির একাউন্টস ডিপার্টমেন্টে পাঠানো হলেও তা টি স্পোর্টসের কাছে ফেরত পাঠানো হয়েছে। বিসিবি পাওনা অর্থ না নেয়ায় কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে।
বিপিএলের সর্বশেষ দুটি আসরের জন্য টি স্পোর্টস অ্যান্ড কনসোর্টিয়ামের কাছে ৫৬ কোটি টাকায় স্বত্ব বিক্রি করেছিল বিসিবি। তবে আসর দুটিতে লাভের বদলে ২০ কোটির মতো লোকসান হয়েছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রাজনৈতিক অস্থিতিশীলতা, দেশের অর্থনৈতিক অবনতি এবং বিজ্ঞাপন না পাওয়ায় এমনটা হয়েছে বলে বিসিবিকে জানায় তারা।
লোকসান হওয়ায় রাইটস ফি পুনর্বিবেচনার জন্য ৩ দফায় বিসিবিকে অনুরোধ করে টি স্পোর্টস। সেখানে প্রতিটি আসরে ১০ কোটি করে ছাড় দেয়ার অনুরোধ জানানো হয়। টুর্নামেন্টে লাভ-ক্ষতির ওপর স্বত্বের দাম পুনর্বিবেচনা করার প্রচলন থাকায় বিসিবিও বিষয়টিকে বিবেচনায় নেয়।
বর্তমান বোর্ড সভাপতির আমলে এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে আসরপ্রতি ৮ কোটি টাকা করে ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে একটি চুক্তিও হওয়ার কথা ছিল। তবে সেই চুক্তিপত্রের অপেক্ষা না করেই সম্প্রতি বকেয়া যাবতীয় অর্থ (১১ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার ৩৩২ টাকার পে অর্ডার) বিসিবির একাউন্টস ডিপার্টমেন্টে পাঠায় টি স্পোর্টস। বিপিএলের দেনা-পাওনার হিসেব শূন্য দেখিয়ে নো অবজেকশন সার্টিফিকেটও চায় তারা। তবে বিসিবির একাউন্টস ডিপার্টমেন্ট সেটি না দিয়ে পে অর্ডারগুলো ফেরত দিয়ে দেয়।
সর্বশেষ ২৪ সেপ্টেম্বর বকেয়া অর্থ গ্রহণের জন্য বিসিবির প্রধান নির্বাহী বরাবর একটি চিঠি লিখেছিল টি স্পোর্টস। এই চিঠির কোনো উত্তর দেয়নি বিসিবি। কেন এমনটা হচ্ছে সেটা বলতে পারছেন না সংশ্লিষ্টরাও। বিসিবির এক পরিচালক নিশ্চিত করেছেন বোর্ডের সভায় বিষয়টি অনুমোদনও পেয়েছিল। সেক্ষেত্রে আটকে থাকার খুব একটা যৌক্তিক কারণ নেই। তবে ধারণা করা হচ্ছে, চুক্তিপত্রের কাজটা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন না হওয়াতে এমনটা হতে পারে।
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে রাজনৈতিক হস্ত...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে রাজনৈত...
নিউজ ডেস্কঃ বিসিবি নির্বাচনের সময় যতই এগোচ্ছে, ততই উত্তেজনা ...
নিউজ ডেস্কঃ দেশের পেশাদার ফুটবলের সর্বোচ্চ স্তরের প্রতিযোগিত...
মন্তব্য (০)