
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই সঙ্গে প্রার্থীদের ব্যালট নাম্বার প্রকাশিত হয়েছে। এর মধ্য দিয়েই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাকসু নির্বাচন সংক্রান্ত ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নাম্বার প্রকাশ করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নাম্বার দেওয়া হয়েছে। প্রার্থীদের কোনো অভিযোগ না থাকায় এটিই চূড়ান্ত ব্যালট নাম্বার হিসেবে বিবেচিত হবে। চাকসু নির্বাচনে এখনো সুষ্ঠু পরিবেশ আছে। আশা করি, শিক্ষার্থীরা সেই সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে।
কোন পদে কতজন প্রার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল ও হোস্টেল সংসদে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে লড়বেন ৪১৫ জন। হল সংসদে নির্বাচন করবেন ৪৯৩ জন।
কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) ২২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১৪ জন, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১০ জন, দপ্তর সম্পাদক পদে ১৭ জন, সহ-দপ্তর সম্পাদক পদে ১৪ জন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ১৭ জন, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ২০ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৭ জন, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৫ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১১ জন, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ১৫ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১৬ জন, ৫ নির্বাহী সদস্য পদে ৮৫ জন প্রার্থী রয়েছেন।
সর্বজনীন শিক্ষার্থী ঐক্য পরিষদ নামে নতুন প্যানেল
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে রাজনৈতিক-অরাজনৈতিক শিক্ষার্থীদের নিয়ে ‘সর্বজনীন শিক্ষার্থী ঐক্য পরিষদ’ নামে আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে।
এতে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাইদ মো. রেদওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২০২০-২১ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বৃহস্পতিবার দুপুরে চাকসু ভবনের সামনে এ প্যানেল ঘোষণা করা হয়।
১৩ সদস্য বিশিষ্ট এ আংশিক প্যানেলে অন্যান্য পদে প্রার্থী হয়েছেন- সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক রবিউল হাসান, দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন, সহ-দপ্তর সম্পাদক তাসনীম ফাত্তাহ কিবরিযা, ছাত্রী কল্যাণ সম্পাদক মুসররত কবির পৃথা, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক এএম তৌহিদুল হক, আইন ও মানবাধিকার সম্পাদক মশিউর রহমান দূর্জয় এবং নির্বাহী সদস্য পদে রায়হান মিয়া।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এজিএস প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি শাখা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছি। সংগঠনের প্যানেলের প্রার্থী হতে আমি ভাইভা দিয়েছিলাম; কিন্তু আমাকে নেওয়া হয়নি। প্রথমে আমি স্বতন্ত্র থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আমাদের সমমনাদের নিয়ে সর্বজনীন শিক্ষার্থী ঐক্য পরিষদ আংশিক প্যানেল গঠন করেছি। এতে আমি এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করব।
পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর প্রায় ৩৬ বছর পর হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল ও হোস্টেল সংসদ নির্বাচন। যেখানে ১৬ হাজার ৮৪ জন ছাত্র ও ১১ হাজার ৩২৯ জন ছাত্রীসহ মোট ২৭ হাজার ৫২১ জন ভোটার অংশগ্রহণ করবেন।
মন্তব্য (০)