• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে আসছে তাক লাগানো নতুন ফিচার

  • তথ্য ও প্রযুক্তি

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার আসছে যা তাদের জন্য দারুণভাবে ব্যবহারের সুযোগ তৈরি করছে। এবার নতুন অনুবাদ ফিচার চালু করেছে মেটা।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মেটা জানিয়েছে, প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ছয়টি এবং আইফোনে ১৯টি ভাষায় এই সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে আরও ভাষা যুক্ত করা হবে।

‎এক ব্লগ পোস্টে মেটা আরও জানায়, মেসেজ অনুবাদ ফিচারটি চ্যাটের গোপনীয়তা রক্ষা করবে। কারণ ব্যবহারকারীর ডিভাইসেই অনুবাদ প্রক্রিয়া শুরু হয়। ফলে ব্যবহারকারীর তথ্য হোয়াটসঅ্যাপ জানবে না।

‎হোয়াটসঅ্যাপের নতুন অনুবাদ ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে শুধু একটি মেসেজে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এরপর ‘ট্রান্সলেট’ অপশন নির্বাচন করে যেকোনো ভাষা বেছে নিলেই মেসেজটি অনুবাদ হয়ে যাবে।

‎অনুবাদের জন্য ব্যবহারকারীর ডিভাইসে প্রাসঙ্গিক ভাষার ফাইল ডাউনলোড করে রাখে হোয়াটসঅ্যাপ। ফলে অনুবাদের কাজ হবে অফলাইনে। ফলে ব্যবহারকারীর মেসেজ ফোনেই থাকে, কোনো সার্ভারে পাঠানো হয় না। তাই মেসেজের এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষা বজায় থাকবে।

‎হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অনুবাদ ফিচারটি ব্যক্তিগত চ্যাট, গ্রুপ, চ্যানেল আপডেট—সবখানেই কাজ করে। আলাদা কোনো সেটআপের প্রয়োজন নেই।

‎অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন, যাতে ভবিষ্যতের সব মেসেজ নিজে থেকেই অনুবাদ হয়ে যায়।

‎সব ফোনে এখনো এই ফিচার আসেনি। এটি ধাপে ধাপে চালু হচ্ছে। এ জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপটি হালনাগাদ রাখা গুরুত্বপূর্ণ।

‎প্রযুক্তিগত কারণে ফিচারটি ধীরে ধীরে চালু করছে হোয়াটসঅ্যাপ। পুরোনো ডিভাইসগুলোতে রিয়েল-টাইম অনুবাদে সমস্যা হতে পারে। তাই ধীরে ধীরে চালু করে পারফরম্যান্স ঠিক রাখার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ।

‎ফিচারটি আপাতত মোবাইল ফোনেই সীমাবদ্ধ। ডেস্কটপ বা ওয়েব ভার্সনের ক্ষেত্রে এখনো কোনো ঘোষণা দেয়নি মেটা।

মন্তব্য (০)





image

ফেসবুকে এক সপ্তাহেই মনিটাইজেশন পাবেন যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নতুন কনটেন্ট ক্র...

image

বাজারে আসছে আইফোন ১৭-এর নতুন মডেল

তথ্য প্রযুক্তি ডেস্ক : আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, অ্যাপল আগ...

image

সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হলে ঝুঁকি বাড়বে শিশুদের: ইউটিউব

তথ্য প্রযুক্তি ডেস্ক : ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার ন...

image

নতুন ক্রিয়েটরদের জন্য সুখবর, এক সপ্তাহেই যেভাবে পাবেন মনি...

নিউজ ডেস্কঃ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নতুন ক্রিয়েটরদে...

image

হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : দৈনন্দিন জীবনে অনেকেই আমরা নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্য...

  • company_logo